চিত্রনাট্য

চিত্রনাট্য
……………….
(সুন্দরী সিরিজের কবিতা)

চিত্রনাট্য লিখেছি একটা।
নাম দিয়েছি ‘সত্য-মিথ্যার দ্বন্ধ’।
অনেকটা কমেডি-ট্রেজেডির মতো।
ব্যাপারটা বুঝা গেল না, তাইতো!
কমেডির ভিতর লুকিয়ে থাকা ট্রেজেডি।
ভাবছো এ আবার কেমন কথা,
আমি বলি তরমুজ দেখেছো কি
সবুজের ভিতর লুকিয়ে থাকা লাল। তেমনি।

চিত্রনাট্যটি প্যারডি বলতে পারো।
শব্দের বিকল্প শব্দ সাজিয়ে কাট-টু-কাট প্যারডি নয়,
জীবনের প্যারডি। প্রতিটি শিল্পকর্মই প্যারডি,
ঠিক জীবন নয় তবে জীবনেরই নান্দনিক উপস্থাপনা।
আমি তেমন শিল্পী নই, শব্দের পর শব্দ গেঁথে,
মাত্রা গুণে গুণে ভাবনাকে কালোত্তীর্ণ শৈল্পিক আচড়ে আঁকতে আমি জানি না
সংলাপ বলতে বলতে উপমায় উপমায়
সমাজ-রাষ্ট্রের-ধর্মের
বিমূর্ত চিত্রায়ন করতে আমি জানি না
ভালোবাসতে জানি
ভালোবাসতে বাসতে নিঃস্ব হতে জানি
ভালোবাসতে বাসতে মরে যেতে জানি।

আমার এই চিত্রনাট্যটি এই নিঃস্ব হয়ে যাওয়া
মরে যেতে চাওয়ারই প্যারডি,
শৈল্পিক কোন উপস্থাপনা নয়
নয় উপমার দৌঁড়ঝাপ- এ একেবারে সরাসরি।

ব্যাকগ্রাউন্ডে রূপালী চাঁদ পূর্ণ অবয়বের
অপার্থিব মায়ায় ছড়ানো থই থই জোৎস্না সমস্ত সবুজ গ্রহটিকে প্লাবিত করে রেখেছে
মদ খেলে যেমন পা টলতে থাকে,
পদক্ষেপগুলো বিন্যস্ত হয় খানিক এখানে খানিক সেখানে
বাতাস তেমন কখনও উড়িয়ে নিচ্ছে সুন্দরীর চুল,
কখনও কারুকাজ করা ওড়না
আমি হাঁটুগেড়ে বসে দু’হাত বাড়িয়ে বললাম
‘এই জোৎস্না, এই মাতাল বাতাস সাক্ষী থাক,
এই হাত স্পর্শ করে শুধু একবার বলো, ভালোবাসি…’

-ব্যাস শুধু এটুকুই?

– হ্যা শুধু এটুকুই।
আবার যদি প্রকৃতির নিয়ম ছিড়ে
আসি এই পৃথিবীতে; ধীরে ধীরে
আমার অনুভুতিকে ক্ষয়ে যেতে দেব না
আলোর স্পর্শ আমি নেব না
জলের স্পর্শ নয়, স্নেহের স্পর্শে শিহরিত
হব না, বাতাস এসে অবিরত
যে স্পর্শ দিয়ে যায়, নেব না তা
আমার সব স্পর্শানুভূতি একত্রিত করে যা
পাব; একত্রে জমিয়ে নিলে যে অপার বিস্ময়
জন্ম নেবে; সেই শিহরণে কম্পিত হৃদয়
নিয়ে ক্ষণিক ছুঁয়ে নেব তোমার হাত, আর
কিছু স্পর্শ করব না আমি-
মরে যাব- আহ্লাদে পূর্ণ হবে জীবন আধার।

-তারপর?

আবার যদি প্রকৃতির নিয়ম ছিড়ে
আসি এই পৃথিবীতে; ধীরে ধীরে
আমার অনুভুতিকে ক্ষয়ে যেতে দেব না
পাখির কলোতানে মুগ্ধ হবো না
নদীজলের কলোধ্বনি নয়, সমুদ্র গর্জনে শিহরিত
হব না, বাতাসের শু শু ধ্বনি অবিরত
যে সুখ দিয়ে যায়, নেব না তা
আমার সব শ্রবেন্দ্রীয় একত্রিত করে যা
পাব; একত্রে জমিয়ে নিলে যে অপার বিস্ময়
জন্ম নেবে; সেই শিহরণে কম্পিত হৃদয়
নিয়ে তোমার মুখনিসৃত ‘ভালোবাসি তোমায়’- শুনে নিব, আর
কিছু শুনব না আমি-
মরে যাব- আহ্লাদে পূর্ণ হবে জীবন আধার।

-কথা দিলাম, এরপর আর কখনও ভালোবাসার দাবি নিয়ে এসে দাঁড়াবো না তোমার কাছে। চলে যাব, কোনদিন ফিরব না আর।

-মরে যাব।

-মরে যাবে? একটা মিথ্যাকে বুকে ধারণ করে মরে যাবে?
জীবনে যদি কোন সত্যি ধারণ করে থাকি
যদি একবিন্দুও তোমার পাগলামিকে প্রশ্রয় দিয়ে থাকি,
তবে তোমাকে বলি, ভালোবাসি না আমি তোমাকে,
ভালোবাসি না, কোনদিন ভালোবাসিনি তোমায় ।

চিত্রনাট্যটি এখানেই হতে পারতো শেষ। গান না থাকলে ঠিক জমে না। জুড়ে দিলাম সুমধুর গান-

তুমি দিনের আলো, তুমি রাতের আধার
তুমি আমার সুস্থতা, তুমি কারণ অসুস্থতার
তুমি আমার রক্তের লোহিত কণিকা
তুমি আমার না ছুঁয়া আজন্ম ব্যাথা
তুমি কখনো ভেবে দেখোনি
তুমি কখনো ভেবে দেখোনি

তুমি আমার ভয়, কখনো ভাবিনি
নিজেকে কখনো অপরূপ জানিনি
এই আঁধারে আমায় খুঁজে দেখো
হাতটি ধরে একটু সামনে হাটো
যেন পুরো পৃথিবী তোমার, পুরো পৃথিবী তোমার
যেন পুরো পৃথিবী আমার, পুরো পৃথিবী আমার

তবে তুমি আছো কিসের অপেক্ষায়?

আজ ভালোবাস তোমার যেভাবে মন চায়
ভালোবাস আমায় যেভাবে মন চায়
ছোঁয়ে দেখো তোমার যেভাবে মন চায়
ছোঁয়ে দেখো আমায় যেভাবে মন চায়

এ কেবল আমার কল্পনা হৃদয়ের প্রতিধ্বনি, সুন্দরী কোথাও নাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ৩১-০১-২০১৭ | ১৮:২৪ |

    “চিত্রনাট্যটি এখানেই হয়ে যেতে পারতো শেষ
    কিন্তু একটি মিথ্যার প্রত্যাশায় তা অনেকটা বন্ধুর পথ পাড়ি দিল“
    অনবদ্য— তবে চেনা চেনা মনে হচ্ছে! এর আগে দিয়েছিলেন শব্দনীড়ে গত জন্মে?
    তৃষ্ণার্ত হলে জল খাই আবার
    জল খুব চেনা মনে হয়,
    জল ছাড়া বাঁচতে পারি না ভাই!
    শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা রইলো কবি।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ৩১-০১-২০১৭ | ১৮:৫০ |

      জি আগে পোষ্টা দিয়েছিলাম , হারিয়ে গেছে…. অনেক লেখাই হারিয়ে গেছে। এটা খুজে পেলাম। শুভ কামনা রইল।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ৩১-০১-২০১৭ | ১৮:২৫ |

    ”আমার এই চিত্রনাট্যটি এই নিঃস্ব হয়ে যাওয়া
    মরে যেতে চাওয়াই প্যারডি,
    শৈল্পিক কোন উপস্থাপনা নয়
    নয় উপমার দৌড়ঝাঁপ- এ একেবারে সরাসরি।”

    অনন্য এবং আমার অসাধারণ প্রিয় এই সিরিজ।
    কখনও কখনও ভাবি বন্ধু ফকির মালেক একজন জিনিয়াস বটে।

    নইলে এমন করে লিখেন কী কোরে !! অনেক অনেক শুভেচ্ছা বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ৩১-০১-২০১৭ | ১৯:০৫ |

      কখনও কখনও ভাবি বন্ধু ফকির মালেক একজন জিনিয়াস বটে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ৩১-০১-২০১৭ | ১৯:১৯ |

      হ স্যার। বিশ্বাস করেন সত্য কইছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
    • ফকির আবদুল মালেক : ৩১-০১-২০১৭ | ১৯:৩৫ |

      সত্য মিথ্যার এই দ্বন্ধে কোন যে হাচা আর কোনটা যে মিছা তা বুঝে উঠাই জটিল।

      GD Star Rating
      loading...
  3. মামুন : ৩১-০১-২০১৭ | ১৯:৩৯ |

    কমেডির ভিতর লুকিয়ে থাকা ট্রেজেডি।
    ভাবছো এ আবার কেমন কথা, আমি বলি তরমুজ দেখেছো কি
    সবুজের ভিতর লুকিয়ে থাকা লাল। তেমনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ৩১-০১-২০১৭ | ২০:১৬ |

      ভাববেন না, ফাকিবাজি মন্তব্য আমরা বুঝি না, বুঝি। লেখার শুরু থেকেই কোড করে বুঝিয়ে দিলেন এর বেশি পড়ার ধৈর্য্য আপনার আর নাই। বেশ তা আপনার যা ইচ্ছা করতেই পারেন। কিন্তু কি ফুল দিলেন রে … কেবলই ফাল পারে… পারুক যতক্ষন পারে।…

      ভাল থাকবেন।

      GD Star Rating
      loading...
    • মামুন : ০২-০২-২০১৭ | ২১:৩৬ |

      না স্যার, এমনটি নয়। লেখার যে অংশটুকু ভালো লাগে, এই ক্ষুদ্র ব্রেইণে যতটুকু ধরে, সেই মতো অনুভব প্রকাশ করার চেষ্টা।

      ব্লগিং প্ল্যাটফরম আমার কাছে এক রহস্য পত্রিকার মতো। প্রতিদিন এক একটি আনকোরা পত্রিকা রহস্যময় মানব-মানবী নিত্য তাদের যার যার মতো চিন্তা-ভাবনায় নিজেকে উপস্থাপন করেন। আমি প্রথম পাতার সবগুলি পোষ্ট একাধারে পড়ি। এরপর কমেন্ট করি নিজের সামর্থ্য অনুযায়ী, একসাথে।

      শব্দনীড় আমার প্রিয় ব্লগিং প্ল্যাটফরম অন্যদের মতো। এখানে পড়তে আসি আমি। লেখার এবং লেখা পড়ার মতো ফেবুতে অনেক গ্রুপ আছে, কিছুর ক্রিয়েটর আমি, কোথাও মূল এডমিন আমি।

      এই ফুলটির বিশেষত্ব হলো, প্রতি মুহুর্তে সে সৃষ্টির ঝলকে অন্যকে উদ্ভাসিত করে তুলছে। হৃদয় যদিও তার বিক্ষত।

      ভালো থাকবেন স্যার।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  4. প্রহেলিকা : ৩১-০১-২০১৭ | ২০:১৬ |

    চলমান এই আপনার এই অসাধারণ সৃষ্টির সাথেই আছি। কবির প্রতি রইলো ভালবাসা।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ৩১-০১-২০১৭ | ২০:১৯ |

      কবির প্রতি যত খুশি ভালোবাসা থাকে থাকুক… সুন্দরীকে যেন আবার…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

      GD Star Rating
      loading...
  5. নাজমুন নাহার : ৩১-০১-২০১৭ | ২১:১০ |

    ভালোবাসি না আমি তোমাকে,
    ভালোবাসি না, কোনদিন ভালোবাসিনি তোমায়
    যেনো আরো বেশী ভালোবাসাকে স্পষ্ট করা হলো ।
    শুভকামনা জানবেন ।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ০৪-০২-২০১৭ | ১৯:০৬ |

      যেনো আরো বেশী ভালোবাসাকে স্পষ্ট করা হলো ।
      ……
      বিশ্বাস করুন এই চেয়েছিলাম আমি। আপনার মন্তব্য পেয়ে ধন্য হলো আমার চা্ওয়া। শুভ কামনা সব সময়।

      GD Star Rating
      loading...