কবিতা ট্রেন চলে
(সুন্দরী সিরিজের কবিতা)
…………………
শব্দ টিকিট কাটা হয়ে গেছে, লোটা কম্বল যা সম্বল, বাক্স-প্যাঁটরা
জলের বোতল অব্দি গুছিয়ে নিয়ে সিটে বসে পড়েছি, নিজেকে যতটা পারি
বিচ্ছিন্ন করে কবিতা ট্রেনে চেপে বসেছি,
ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ
কবিতার এই অনন্ত যাত্রায় অদ্ভুত অন্তর্দশী এক যাত্রী আমি,
স্মৃতির পুকুরে সাতার কেটে তাকিয়ে দেখি-
সামনের সীটে সুন্দরী এককাহন হাসি নিয়ে
সাতকাহন বক বক শুরু করে দিল,
কুয়াশা কাটাবার প্রকৃতির খামখেয়ালীপনার
এক টুকরো রোদ্দুরের ঝিলিক যেন ।
তারপর যোজন যোজন সময়ের পারাপার
কোথাও সেই ঝিলিক দেখি না আর!
শুনি না হাসির আলোড়ন!
শুধু থাকে কুয়াশা, কেবলই মৌনতা, স্তব্ধতার শিহরণ!
এমনিতেই খুব সুখের অভিজ্ঞতা নয়, হোটেলের ধকধকে লোহার কড়াইয়ে
পরোটার মত এপিঠ ওপিঠ ভাজা হচ্ছে আমাদের, নষ্ট সময়ের নষ্টামীতে
দগ্ধ সবাই, নিজেকে যতটা সম্ভব ছাড়িয়ে নিয়ে কবিতা ট্রেনে চেপে বসেছি
গন্তব্যহীন। সামনে কোন ষ্টেশনে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেই
একটা ডিমের মামলেট অথবা একটা চিকেন-রোল
অথবা ডালডা-চপচপ মোগলাই,
সঙ্গে একটা বরফ-ঠান্ডা কোক অথবা পেপসি –
নিসঙ্গ এই কাব্য যাত্রায় মৌনতার গানগুলি পিছুটানে
অশ্রু হয়ে ঝরে নিরব নিস্তব্ধ চিহ্ণহীন উদভ্রান্ত হাহাকারে।
এইসব হৃদয়ের ব্যাথাগুলি, ঢের ব্যাথাগুলি বাক্স-প্যাঁটরায় লুকিয়ে নিয়ে
শব্দটিকিট কেটে চেপে বসেছি-
ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ
ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ
loading...
loading...
“শব্দ টিকিট কাটা হয়ে গেছে, লোটা কম্বল যা সম্বল, বাক্স-প্যাঁটরা।”


… এবার কবিতার ট্রেন চলুক প্রিয় বন্ধুকবি।
loading...
ধন্যবাদ মুরব্বী ভাই।
loading...
সুন্দরী সিরিজের একটি কবিতা পড়লাম, ভাল লাগল, আরো পড়তে চাই।
loading...
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। আশা করি আরও পড়তে পাড়বেন।
সতত শুভ কামনা।
loading...
অনেকদিন পর আবার হলো দেখা।
শুভেচ্ছা শুভেচ্ছা!! নিরন্তর…
loading...
আবার জমবে মেলা, হাটখোলা , বটতলা….
শুভেচ্ছা আপনাকেও।
loading...
দারুণ!! পড়তে পড়তে দৃশ্যকল্পের অতলে হারিয়ে যাই। অনায়াসেই ভেসে উঠে। শুভেচ্ছা সতত।
loading...
ধন্যবাদ অসংখ্য।
শুভ কামনা সব সময়।
loading...