ফাইয়াজ ইসলাম ফাহিম-এর ব্লগ

ফাইয়াজ ইসলাম ফাহিম কে “প্রেমের কবি ‘বলে কবি পাড়ার লোকজন। কারণ, তার সকল কবিতায় প্রেমের তৈল মাখানো! খুলনার যশোর জেলার চৌগাছার কন্যা আলেকজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল,কবি তাকে এ্যাত্তটাই ভালবাসতো যে প্রতিদিন তাকে কবিতা উপহার দিতো,কিন্তু দূর্ভাগ্য যে কবি তাকে আপন করতে পারেনি কেন না কবি ছিলেন বাউন্ডুলে এবং তার প্রেমিকার থেকে দু’বছরের ছোট্ট, সামাজিক ব্যবধান, তাছাড়া কবির চাকুরী ছিলো না আর চাকুরী হবেই বা কেন? কবি কখনো চাকুরী করার পক্ষে ছিল না,কবি থাকতে চেয়েছিলেন স্বাধীন।প্রেমিকা হারানোর শোকে তিনি ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন সংগঠন প্রতিষ্ঠা করে যদিও এর কার্যক্রম ৮টি দেশে চললাম কোভিট ১৯ এর জন্য কার্যক্রম সাময়িক স্থগিত আছে।তিনি বিএ অর্নাস (বাংলা) ২য় বর্ষ চলাকালীন পড়াশোনা থেকে বিমুখ হয়ে যান।বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স কম্পিউটারর্স এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক হিসাবে আছেন।বিভিন্ন, পত্র-পত্রিকা,অনলাইন ম্যাগাজিন সহ ব্লগে লেখালেখি করেন।কবির বর্তমানে ২৫ বছর বয়স চলমান এর মাঝেই তিনি আড়াই হাজার কবিতার জনক হয়েছেন। অমর একুশে বই মেলা ২০২২ খ্রিষ্টাব্দে তার দুটি কবিতার বই বের হবে এমন গুঞ্জন শোনা যায়।

“একটা লাল ঠোঁট চাই”

“নিষিদ্ধ চুমু”

নামক দুটো কবিতার বই আসবে, তার বই দুটো প্রেমিক যুগলদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে তিনি খুব আশাবাদী…

সাকিনা'র রূপে মশগুল
সাকিনা তোমার রূপে হয়েছি মশগুল
তোমাকে অনুভব করা মস্ত বড় ভুল,
সাকিনা মন চায় তোমায় শতকোটি চুমি
তুমি যেন ভালবাসার পবিত্র ভূমি। সাকিনা জানি তোমাকে ভাবা বড় অপরাধ
মন চায় নেই তোমার স্বাদ।
সাকিনা আমি তোমার নেই মনে
যে হারিয়ে যাবো, তোমার ভালবাসার বনে। সাকিনা তোমাকে পেলে হতাম খুব সুখী
কিন্তু পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮১ বার দেখা | ৫৩ শব্দ
বৈশাখের কবিতা
পহেলা বৈশাখ আছে থাকবে চিরকাল
পহেলা বৈশাখ ভেঙে ফেলে ধর্মের বেড়াজাল,
পহেলা বৈশাখ মনুষ্যত্বের গুণ বাড়ায়
পহেলা বৈশাখ মানুষের বৈরিতা তাড়ায়। পহেলা বৈশাখ ধর্মের নয়
পহেলা বৈশাখ বাঙালির কথা কয়।
পহেলা বৈশাখ বাঙালির জ্যোতি
পহেলা বৈশাখ ধর্মান্ধ’র করে ক্ষতি। পহেলা বৈশাখ নিয়ে কেন হইচই
পহেলা বৈশাখ না থাকলে বাঙালিত্ব কই?
পহেলা পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৫ বার দেখা | ৯৫ শব্দ
নারীর রূপ বোরকাবন্দি
নারীর রূপ বোরকাবন্দি
বোরকার অন্ধকার জেলে করে বাস,
নারীর রূপ মুক্ত পৃথিবী
দেখতে পারে না
বোরকা জেলে করে হা-হুতাশ। নারীর রূপ বোরকাবন্দি থাকবে
মুসলিম ধর্মকোর্টে পাশ,
নারীর রূপ মুক্তি পাচ্ছে না
বোরকার অন্ধকার জেলে হচ্ছে নাশ। নারীর রূপ বোরকাবন্দি
থাকবে কৃতযুগ,
জেগে উঠো নারী
নিজের রূপ উন্মোচন করে
ধর্মান্ধদের আইনের ধরিয়ে পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮১ বার দেখা | ৪৬ শব্দ
দেবী মণিকা
দেবী মণিকা
দেবী মণিকা তোমায় ভাবি প্রতি ক্ষণে ক্ষণে
তুমি বাস করছো কেন আমার মনে?
দেবী মণিকা তোমার রূপের আলোয়
ঝলসে যাচ্ছে চোখ
মনে সৃষ্টি হয়েছে ভালবাসার রোগ? দেবী মণিকা তোমার সঙ্গে হারিয়ে
যাওয়ার ইচ্ছে ছিল খুব!
ধর্ম আর কাঁটা তার মনে দিল দুঃখ।
তোমার লম্বা কেশের সুঘ্রাণ নিতাম
তোমার গোলাপী পড়ুন
কবিতা | | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৮ বার দেখা | ৮৯ শব্দ ১টি ছবি
স্পর্শ
স্পর্শ
হে নারী তুমি কষ্টের প্যারোটিড গ্রন্থি থেকে কিছু বিষ এনে দাও!
আমি মরতে চাই
তবে কিছু ভালবাসা মাখিয়ে এনো?
তোমার বক্ষের সরোবর থেকে কিছু সফেদ জল দিও,
বিষ গুলিয়ে নাও
একটু ওষ্ঠের লালা মিশিয়ে বিষ গুলো কে মিষ্টি করে দাও? বিষ খেতে যেন কষ্ট পড়ুন
কবিতা | | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৩ বার দেখা | ১০৯ শব্দ ১টি ছবি
রং নাম্বার
রং নাম্বার
যত্তবার তোমার মনের
নাম্বারে কল দেই
তুমি ততবার ব্যস্ত থাকো। তোমার মনের নাম্বারে
অনেক কলে আসে
রাকিবের কল আসে
সোহেলের কল আসে
মামুনের কল আসে
কত যে নামের রং নাম্বার ফোন দেয় তোমার মনের নাম্বারে! তুমি তা ইয়ত্তা করতে পারো না
তুমি কাকে ঠাঁই দিবে
কাকে ভালবাসবে
কার সঙ্গে রঙ্গ পড়ুন
কবিতা | , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২৮ বার দেখা | ৬২ শব্দ ১টি ছবি
লাইফটা ইনজয় করবে কবে?
লাইফটা ইনজয় করবে কবে?
লাইফটা ইনজয় করবে কবে?
ক্ষণ জন্মা তুমি- আমি এই ভবে।
জীবন কে সফলতা দিতে
হারাও না যৌবন
টাকা-পয়সা সব হবে তোমার
থাকবে না সেই ক্ষণ এবং মন পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৭ বার দেখা | ২২ শব্দ ১টি ছবি
ধর্ম মানুষের নয়
“ধর্ম মানুষের নয় যদি সে মানুষ না হয়” – ফাইয়াজ ইসলাম ফাহিম পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৮ বার দেখা | ১২ শব্দ
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
হাওয়া তোমার কাছে কোন কিছু চাই না
শুধু একটু ভালবাসার অক্সিজেন চাই,
যে অক্সিজেন পেলে আমি সতেজ থাকবো
ঠিক ততটুকু অক্সিজেন চাই। হাওয়া তোমার কাছে কোন কিচ্ছু চাই না
শুধু তোমার গালে চুমুর চুম্বক লাগাতে চাই।
যে চুমুতে আমি তোমার
বক্ষ মাজারে পাবো ঠাঁই। হাওয়া তোমার কাছে পড়ুন
কবিতা | | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০২ বার দেখা | ৯২ শব্দ ১টি ছবি
ভালবাসার সাতকাহন
ভালবাসার সাতকাহন
ভালবাসার সাতকাহনে হলো না ঘর বাঁধা
তরী আমার কূলে ডুবেছে তা জেনেও স্বপ্ন দেখি
আমি আসলেই আস্ত গাধা। কি আশার স্বপ্ন দেখি
কিসে তারে ভাবি আপন,
মন তো মরে গেছে
মুড়ে আছে সাদা কাফন। ভালবাসার সাতকাহনে
আমি যে নাই,
আমি তো ভস্ম- ছাই।
ভালবাসার সাতকাহনে
কে করবে রাজত্ব? পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪১ বার দেখা | ৯৪ শব্দ ১টি ছবি
তোমার মনের নাম্বার দাও
তুমি কি শুনতে পাও মোর আর্তনাদ
হে দেবী, হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও? ভালবাসার ফোনে কোন নাম্বার নেই
তাই চেয়েছিলাম তোমার মনের নাম্বার
সর্বদা সেভ করে রাখতাম
কখনো ডিলেট করতাম না? হে আমার প্রেমাস্পদা,
হে আমার দেবী
দাও তোমার মনের নাম্বার
ভালবাসার কিছু কথা বলবো তোমায়? এভাবে চুপটি করে থাকো পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৫ বার দেখা | ৬১ শব্দ
সমকামিতা সাম্যের নয়
সমকামিতা সাম্যের নয়
সমকামিতায় মানবের ক্ষয়,
সাম্যের কথা বলে
যেও না সমকামিতার দলে। সাম্য সমকামিতা এক নয়
সমকামিতায় মানবের ভ্রুণ ধংস হয়। সমকামিতা রুপহীন
সমকামিতা গুণহীন
সমকামিতা যৌবনহীন মানবের। সমকামিতা কখনো
প্রকৃত মানবের হতে পারে না। সমকামিতা ভুলে
এসো মানবতা, মানবের কূলে পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৭ বার দেখা | ৩৪ শব্দ
যশোহর কন্যা
যশোহর কন্যা
আমি তোমায় ক্ষমা করে দিয়েছি হে তিলোত্তমা যশোহর কন্যা
তবে নিজেকে ক্ষমা করতে পারিনি
আমি তো তোমার ভালবাসায় অভিশপ্ত
নিজেকে ক্ষমা করি কেমনে? তবে আমি আজও কিসে সারমেয়’র মতো করে তোমার পিছে
ছুঁটছি তা অবিদিত
ও ছুটবো না কেন সাড়ে চার বছরের সম্পর্ক
গভীর রাতে স্মৃতিগুলো মম পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮২ বার দেখা | ১৫৪ শব্দ ১টি ছবি
ফিলিস্তিনির দুঃখ
ইহুদী রাষ্ট্র ইসরাইল তারা কি ফিলিস্তিনির আযরাঈল!
কেন ফিলিস্তিনির ভাই বোনেরা মরছে পাখির মত করে,
আর আমরা ঘরের মধ্যে বসে আছি মুখ থুবরো করে? ভাই মরছে, বোন মরছে, মরছে কচি শিশু,
জাতিসংঘ আজ মাথা লুকাইছে মাথা কইরা নিচু! সৌদি আরব, মালশিয়া, ইরান-পাকিস্তান, তারা আজ নিরব দর্শক শোনে মেশিনের খৈ পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৫ বার দেখা | ৬৬ শব্দ
কলিকাতার মেয়ে
কলিকাতার মেয়ে
কলিকাতার মেয়ে
আমার দিকে দেখ
একবার চেয়ে,
সুখ- শান্তি, ভালবাসা
যাবে সব পেয়ে। কলিকাতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার মন কি
ধর্মের বেড়ায় ঘেরা? কি নেই আমার মাঝে
তোমার কাছে
ভালবাসার আবদার করে
মরছি আজ লাজে! কলিকাতার মেয়ে
ভালবাসা
চেয়ে করেছি কি মহাভূল?
তুমি মানুষ
আমিও মানুষ
কিসে আমার মাঝে দেখ
ধর্ম, জাত- কূল? কলিকতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩৫ বার দেখা | ৭৯ শব্দ ১টি ছবি