কিছু তারার গল্প শুনিয়েছিল নাবিক,
নববিবাহিতা নারীর নাকফুলের মতন
চিকচিকে তারাগুলোর প্রতিদিন নতুন করে
আকাশটাকে সাজানোর গল্প।
একটি আলোর গল্প শুনিয়েছিল নাবিক,
বহুদিন অপেক্ষার পর
বৃত্তের দিকে তাকিয়ে গোগ্রাসে গিলে ফেলা সফেদ আলোয়
মনের ক্ষুধা মেটানোর গল্প
মেঘের গল্প, পাখির গল্প, জলের গল্প।
এবার নাবিক এলে আমি একটি গল্প শোনাবো,
হেলান দেয়া গাছটিকে