বিসিএস পরীক্ষার্থীদের জন্য রেফারেন্স বুক হিসেবে বেশ কিছু বই থাকা আবশ্যক। আমার সংগ্রহে থাকা প্রায় সবগুলো বই রকমারি ডট কম থেকে কিনেছি। রকমারি ডট কমের সুবিধা হলো এই যে এখান থেকে বিষয়ভিত্তিক বইগুলো খুঁজে পেতে বেশ সুবিধা হয়। কিছু বইয়ের তালিকা দিচ্ছি।
বিষয়: বাংলা ভাষা ও ব্যাকরণ
১। নাম: Anthology of Bengali Proverbs and And Bachan by Muhammad Zamir
কি কাজে লাগবে: বাংলা প্রবাদ-প্রবচন
ভাল দিক: প্রবাদের ইংরেজি অর্থ দেওয়া আছে
খারাপ দিক: বইয়ের শেষে নির্ঘন্ট বা ইনডেক্স নাই। এতো প্রবাদের মধ্যে নির্দিষ্ট কোন প্রবাদ খুজে পাওয়া মুশকিল
২। নাম: বাংলা লেখার নিয়ম কানুন, হায়াত মামুদ
কি কাজে লাগবে: বাংলা বানান ও বানানের নিয়ম
ভাল দিক: বইয়ের শেষে সূক্ষ্ম নির্ঘণ্ট আছে
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৩। নাম: বাংলা প্রয়োগ অভিধান, সুভাষ ভট্টাচার্য।
কি কাজে লাগবে: বাংলা বানান ও শব্দের অপপ্রয়োগ
ভাল দিক: বাংলা শব্দের বানানের নিয়ম অভিধানের ন্যায় এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৪। নাম: বাংলা শব্দের উৎস অভিধান
কি কাজে লাগবে: বাংলা বাগধারা, প্রবাদ-প্রবচন
ভাল দিক: অভিধানের ন্যায় এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৫। নাম: বাংলা বানান ও শব্দের জগৎ, দিলীপ দেবনাথ।
কি কাজে লাগবে: বাংলা বানান ও বানানের নিয়ম।
ভাল দিক: প্রতিষ্ঠিত কিছু ভাল বইয়ের অনুকরণের চেষ্টা আছে।
খারাপ দিক: একই রকম বই বাজারে আরও আছে।
৬। নাম: বানান বোধিনী, পবিত্র সরকার
কি কাজে লাগবে: বাংলা বানান ও বানানের নিয়ম
ভাল দিক: প্রথম অংশে কিছু গুরুত্বপূর্ণ বানানের নিয়ম আছে। অন্যসব বইয়ের অনুকরণ নয়। দ্বিতীয় অংশে অভিধানের ন্যায় এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: শব্দের সংখ্যা অপ্রতুল
৭। নাম: প্রবাদের উৎস সন্ধান, সমর পাল
কি কাজে লাগবে: বাংলার গুরুত্বপূর্ণ প্রবাদ
ভাল দিক: প্রবাদের উৎস বিস্তারিত আলোচনা
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৮। নাম: লেখালেখির ব্যাকরণ, ফারুক নওয়াজ।
কি কাজে লাগবে: সাহিত্যের বিভিন্ন বিষয় যেমন ছন্দ, ছোট গল্প, ছড়া, সাহিত্য সমালোচনা ইত্যাদি
ভাল দিক: বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত উপস্থাপনা।
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৯। নাম: বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, আনিসুজ্জামান ও অন্যান্য
কি কাজে লাগবে: বাংলা বানান ও শব্দের অপপ্রয়োগ
ভাল দিক: চোখে পড়ে নাই।
খারাপ দিক: গতানুগতিক
১০। নাম: প্রবাদ প্রবচন ধাঁধাঁ ও বিশিষ্টার্থক শব্দের অভিধান।
কি কাজে লাগবে: বাগধারা, প্রবাদ ও প্রবচন
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি অভিধানের মতো সাজানো।
খারাপ দিক: চোখে পড়ে নাই।
১১। বাংলার প্রবাদ, সুদেষ্ণা বসাক
কি কাজে লাগবে: বাগধারা, প্রবাদ ও প্রবচন
ভাল দিক: অন্য বইয়ের অনুকরণ নয়।
খারাপ দিক: বইয়ের শেষে সূক্ষ্ম নির্ঘণ্ট নাই, খুজেঁ পেতে সমস্যা
১২। প্রথম আলো ভাষারীতি
কি কাজে লাগবে: বাংলা বানান
ভাল দিক: প্রথম আলো যে বানান মেনে চলে সেগুলো জানা যাবে
খারাপ দিক: কিছু বানাননে আধুনিকায়নের প্রচেষ্টা থাকলেও ব্যাকরণসিদ্ধ নয়।
১৩। বাংলা বানান কোথায় কি লিখবেন, ড. মোহাম্মদ আমীন (Look Inside)
কি কাজে লাগবে: বাংলা বানান ও অপপ্রয়োগ
ভাল দিক: প্রতিষ্ঠিত কিছু বইয়ের অনুকরণের প্রচেষ্টা
খারাপ দিক: চোখে পড়ে নাই
১৪। ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
কি কাজে লাগবে: বাংলা পড়তে হলে কাজে লাগবেই
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়ে নাই।
১৫। সংসদ বাংলা অভিধান, সাহিত্য সংসদ।
কি কাজে লাগবে: বাংলা অভিধান হিসেবে
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়ে নাই।
১৬। ব্যাকরণ অভিধান, অশোক মুখোপাধ্যায়
কি কাজে লাগবে: ব্যাকরণ পড়ার জন্য খুবই কার্যকরী বই
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়ে নাই।
১৭। শব্দকল্পদ্রুম, হায়াত মামুদ
কি কাজে লাগবে: বাংলা বানান
ভাল দিক: সুখপাঠ্য গল্পের বই
খারাপ দিক: চোখে পড়ে নাই
১৮। বাংলা একাডেমী চরিতাবিধান
কি কাজে লাগবে: বাংলা সাহিত্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বিবরণ
ভাল দিক: অভিধানের মতো সাজানো
খারাপ দিক: চোখে পড়েনি
বিষয় মুক্তিযুদ্ধ:
১। সাক্ষ্মী ছিলো শিরোস্ত্রাণ, সুহান রিজওয়ান
কি কাজে লাগবে: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, সেনা অভ্যুত্থান বিষয়ক প্রশ্নোত্তর।
ভাল দিক: সুখপাঠ্য উপন্যাস
খারাপ দিক: চোখে পড়ে নাই
২। বিস্কুটের টিন, সাইফুল ইসলাম (Look Inside)
কি কাজে লাগবে: ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত তথ্য
ভাল দিক: সুখপাঠ্য উপন্যাস
খারাপ দিক: চোখে পড়ে নাই।
৩। মূলধারা ৭১, মঈদুল হাসান
কি কাজে লাগবে: মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যসমৃদ্ধ বই
ভাল দিক: বইয়ের শেষে সূক্ষ্ম নির্ঘন্ট আছে, তথ্য সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়ে নাই
৪। একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর, কর্নেল শাফায়াত জামিল
কি কাজে লাগবে: ৩ নং সেক্টরে যুদ্ধের বিবরণ, বঙ্গবন্ধু হত্যা ও সেনা অভ্যুত্থান
ভাল দিক: সেক্টর কমাণ্ডারের চোখে মুক্তিযুদ্ধের বিবরণ
খারাপ দিক: বইয়ের প্রথম অংশ অর্থাৎ যুদ্ধের বর্ণনা কিছুটা একঘেয়ে
৫। সেক্টর কমান্ডাররা বলছেন মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা
কি কাজে লাগবে: প্রতিটি সেক্টরের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ
ভাল দিক: সেক্টর কমাণ্ডারদের চোখে মুক্তিযুদ্ধের বিবরণ
খারাপ দিক: চোখে পড়ে নাই
বিষয় সরকারি চাকুরিজীবীদের স্মৃতিচারণা:
১। যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, আলম তালুকদার
কি কাজে লাগবে: বিসিএস প্রশাসন সম্পর্কে ধারণা
ভাল দিক: স্মৃতিচারণের মাধ্যমে বিভিন্ন বিষয় ও দায়িত্ব সম্পর্কিত অবতারণা
খারাপ দিক: চোখে পড়েনি
২। যখন পুলিশ ছিলাম
কি কাজে লাগবে: আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে ধারণা
ভাল দিক: স্মৃতিচারণের মাধ্যমে বিভিন্ন বিষয় ও দায়িত্ব সম্পর্কিত অবতারণা
খারাপ দিক: বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত নয়।
বিষয় আন্তর্জাতিক
১। আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি, মো: আব্দুল হালিম
কি কাজে লাগবে: লিখিত আন্তর্জাতিক পরীক্ষায়
ভাল দিক: কনসেপচুয়াল বিষয়ে ভাল লিখেছে
খারাপ দিক: চোখে পড়ে নাই
২। কূটনীতি কোষ: মো: শামীম আহসান
কি কাজে লাগবে: লিখিত আন্তর্জাতিক পড়ার সময় কাজে লাগে
খারাপ দিক: চোখে পড়েনি
৩। ছোটদের রাজনীতি ও অর্থনীতি, ডা নীহার কুমার সরকার
কি কাজে লাগবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব ও পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা
ভাল দিক: ছোটদের জন্য লিখিত বলে বড়দের জন্য পড়া সহজ
খারাপ দিক: চোখে পড়েনি
৪। ছোটদের বিশ্বরাজনীতি ও অর্থনীতি, ড তারেক শামসুর রেহমান
কি কাজে লাগবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব ও পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা
ভাল দিক: ছোটদের জন্য লিখিত বলে বড়দের জন্য পড়া সহজ
খারাপ দিক: চোখে পড়েনি
৫। আন্তর্জাতিক সম্পর্কের সংক্ষিপ্ত ইতিহাস, মো আবিদুল হালিম
কি কাজে লাগবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা
ভাল দিক: বিস্তারিত বিবরণ
খারাপ দিক: বইটা এখনো পড়িনি
৬। নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, তারেক শামসুর রেহমান
কি কাজে লাগবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব এবং পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা
ভাল দিক: বিস্তারিত বিবরণ
খারাপ দিক: কিছু চ্যাপ্টার সহজপাঠ্য নয়
৭। বিশ্ব রাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান
কি কাজে লাগবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব এবং পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা
ভাল দিক: বিস্তারিত বিবরণ
খারাপ দিক: কিছু চ্যাপ্টার সহজপাঠ্য নয়
বিষয় বাংলাদেশ
১। পার্লামেন্টারি শব্দকোষ, জালাল ফিরোজ
কি কাজে লাগবে: বাংলাদেশ বিষয়াবলি পড়ার সময় বিশেষ করে সংবিধান পড়ার সময় কাজে লাগে
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: চোখে পড়েনি
২। অর্থ-বাণিজ্য শব্দকোষ, মুনীর তৌসিফ
কি কাজে লাগবে: বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) পড়ার সময় কাজে লাগে
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: কিছু শব্দের সঙ্গা যথাপুযুক্ত নয়
৩। রাজনীতিকোষ, হারুনুর রশীদ
কি কাজে লাগবে: বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) পড়ার সময় কাজে লাগে
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: শব্দ অপ্রতুল
৫। রাজনীতি ও কূটনীতিকোষ, ড সুলতান মাহমুদ, বিবি মরিয়ম
কি কাজে লাগবে: বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) পড়ার সময় কাজে লাগে
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: শব্দ অপ্রতুল
৬। আইনকোষ, মো: আবদুল হামিদ
কি কাজে লাগবে: বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) পড়ার সময় কাজে লাগে
ভাল দিক: এ্যলফাবেটিক্যালি সাজানো
খারাপ দিক: শব্দ অপ্রতুল, কিছু শব্দের অর্থ বাংলাদেশ আইনের প্রেক্ষাপটে উপযুক্ত মনে হয়নি।
বিষয় ইংরেজি
১। Practical English Usage by Micheal Swan
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য
ভাল দিক: বইয়ের শেষে সূক্ষ্ম ইনডেক্স (নির্ঘন্ট) আছে; বেশ সমৃদ্ধ
পিডিএফ: পাওয়া যায়
খারাপ দিক: চোখে পড়েনি
২। Oxford Guide to English Grammar by John Eastwood
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য
ভাল দিক: বইয়ের শেষে সূক্ষ্ম ইনডেক্স (নির্ঘন্ট) আছে; বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
৩। Common Mistakes in English by TJ Fitikides
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য
ভাল দিক: বইয়ের শেষে সূক্ষ্ম ইনডেক্স (নির্ঘন্ট) আছে;
খারাপ দিক: চোখে পড়েনি
৪। Oxford Advanced Learners Dictionary
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য, বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
৫। Cambridge Advanced Learners Dictionary
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য, বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
৬। Longman Dictionary of Contemporary English
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য, বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
৭। Macmillan English Dictionary for Advanced Learners
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য, বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
৮। Collins Cobuild English Dictionary for Advanced Learners
কি কাজে লাগবে: এমসিকিউ প্রশ্নের সঠিক ব্যাখ্যা বের করার জন্য, বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ; সম্পূর্ণ বাক্যে সঙ্গা
খারাপ দিক: চোখে পড়েনি
৯। Illustrated Oxford Dictionary
কি কাজে লাগবে: বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ; ইলাস্ট্রেশন দেওয়া আছে
খারাপ দিক: চোখে পড়েনি
১০। Chambers Thesaurus
কি কাজে লাগবে: সিনোনিম, এনটোনিম পড়ার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
১১। Applied English Grammar and Composition, PC Das
কি কাজে লাগবে: থিওরেটিকাল গ্রামার পড়ার জন্য
ভাল দিক: বেশ সমৃদ্ধ
খারাপ দিক: চোখে পড়েনি
নিজ জেলা ও সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত:
১। বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা
কি কাজে লাগবে: নিজ জেলার সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত।
ভাল দিক: বাংলাদেশের প্রায় সব জেলার জন্যই আলাদা বই আছে
খারাপ দিক: চোখে পড়েনি
জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কিত বই:
১। অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান (Look Inside)
কি কাজে লাগবে: ভাইভাতে বঙ্গবন্ধু সম্পর্কিত জিজ্ঞাসা
ভাল দিক: নির্ভরযোগ্য তথ্য
খারাপ দিক: আনাড়ি পাঠকদের বইয়ের প্রথম অর্ধেক পর্যন্ত আগ্রহ ধরে রাখতে কষ্ট হতে পারে।
পিডিএফ: আছে
২। ছোটদের বঙ্গবন্ধু, রফিকুজ্জামান (Look Inside)
কি কাজে লাগবে: সহজ এবং সংক্ষিপ্ত পরিসরে বঙ্গবন্ধুকে জানতে। ভাইভার পূর্বমুহূর্তে বংঙ্গবন্ধু সম্পর্কে ঝালিয়ে নিতে।
পিডিএফ: নাই
আশাকরি পোস্টটি আপনাদের ভাল লাগবে।
loading...
loading...
মি. দূরন্ত পথিক। শব্দনীড় এ আপনাকে স্বাগতম।
সতত ব্যাস্ততার মাঝেও শব্দনীড়কে স্মরণ করেছেন … আমি ভীষণ খুশি হয়েছি।
বিসিএস পরীক্ষার্থীদের জন্য রেফারেন্স বুক এবং আপনার সংগ্রহ পাঠকের কাজে আসবে।
loading...
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটির জন্য।।
loading...
loading...