চিনি তাহার কাজল কালো আঁখি
নেশাতুরা তাহার চোখের চাহনিতে
কি যানি কি মায়া আছে
সেই মায়ার বাধঁনে আচ্ছন্ন হয়ে থাকি। কৃষ্ণকলি আমি তাহারে চিনি
চিনি তাহার বাঁকা ঠোঁটের হাসি
কি মধু আছে তাহাতে
চেয়ে থাকি অবিচল! দেখি
তাহার চিরল দাঁতের হাসি। আমি চিনি তাহার মায়াবী মুখ
সেথায় খুজে পাই
জ্যোৎস্না রাতের প্রতিচ্ছবি। ঘনকালো

