প্রবাসের জীবন জঠরে দিনগুলো যায় গুগল স্ট্রিট ম্যাপ দেখে,
আকাশের ঠিকানা থেকে তোলা পৃথিবীর কত ছবি !
আটলান্টিকের এপার ওপর কসমোপলিটান নিউয়র্ক.
লন্ডন, প্যারিস, রোম, স্টকহোম কত শহর!
প্রশান্ত পারের লস এঞ্জেলস পার হয়ে দৃষ্টি ফেরাই অন্য পারে
সব ছাড়িয়ে দৃষ্টি খোঁজে ফেরে আমার প্রিয় দেশটা।
ছোট বেলা থেকে চেনা জানা দেশটার গ্রামীণ সবুজ,
হলুদের চাদোয়া ঢাকা ধান, সর্ষের ক্ষেত, রাঙা মাটির পথ!
মফস্বলের ব্যস্ত সরু রাস্তা, পলেস্তরা খসে যাওয়া বাড়ি,
রিকশা সেই আগের মতোই আছে।
রাজধানীর এলো পাথাড়ি উড়াল সেতু, স্কাইস্ক্র্যাপার,
বদলে যাওয়া বিমানবন্দরের নাম প্রথমেই চোখে পরে।
অভিজাত পাড়ার প্রশস্থ রাজপথ, সারি সারি আলিশান বিল্ডিং,
জাক জমকপূর্ণ সংসদ ভবন, প্রধানমন্ত্রীর দপ্তর, বঙ্গভবনের জেল্লায়
এখনো চোখ জুড়ায়।
আহা মধ্যম আয়ে উন্নীত আমার জন্মভূমি !
আমার চোখ খোঁজে বাংলাদেশের শহর, বন্দরে কিছু হারানো মুখ,
যারা স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ।
ঢাকা ইউনিভার্সিটির উচ্ছল দিনগুলোর সৃষ্টি কিছু বুক চেতানো যুবক,
তাদের খোঁজে আমার এই চোখ গুগুল স্ট্রিট ম্যাপের নিরপেক্ষ ঠিকানায়।
তাদের শাব্দিক উচ্ছাসে মুখরিত হয়না দেশের কোনো
নগর, রাজপথ বা গ্রামীণ সবুজ।
ছদ্মবেশী গণতন্ত্রের আড়ালে কালো মেঘের কালবৈশাখী আজ
আইনশৃঙ্খলা ও বিশেষ বিশেষ বাহিনী।
অপশাসনের গুম, খুনের কালবৈশাখীতে,
ঝরে গেছে সেই অপাপবিদ্ধ কলিগুলো বড় অসময়ে।
মা’র অশ্রুজল আজও বয় বন্যা ধারায় না ফেরা খোকার খোঁজে।
গাঙ্গেয় উপত্যাকার এই বৃহত্তম ব-দ্বীপের সবুজে, অলি গলিতে,
কোথাও তাদের কোনো খোঁজ নেই, তাদের শবের গন্ধ নেই!
আইন শৃঙ্খলা বাহিনীর সুবোধ নিষ্পাপ প্রেসনোটে বিশ্বাসহারা মন,
তাই গুগুল স্ট্রিট ম্যাপে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজি তাদের ঠিকানা।
কোনো ভগ্ন পরিত্যাক্ত কবরস্থানেও যদি মেলে ভাঙা তাদের নাম ফলক !
loading...
loading...
ঢাকার ছবি
loading...
প্রিয় জলদস্যু,
ঢাকার ছবি আর কবিতাওতো ঢাকা আর বাংলাদেশেরই ।
loading...
"ছদ্মবেশী গণতন্ত্রের আড়ালে কালো মেঘের কালবৈশাখী আজ
আইনশৃঙ্খলা ও বিশেষ বিশেষ বাহিনী।
অপশাসনের গুম, খুনের কালবৈশাখীতে,
ঝরে গেছে সেই অপাপবিদ্ধ কলিগুলো বড় অসময়ে।"
সময়ের সাহসী উচ্চারণ আমি পছন্দ করি মি. খন্দকার ইসলাম। অভিনন্দন।
loading...
প্রিয় মুরুব্বী,
কবিতাকে সব সময়ই আমার প্রয়োজনীয় কিছু বলার সেরা, সফস্টিকেটেড আর খুব কাজের একটা টুল বলে মনে হয় । কবিতাকে অনর্থক জটিল করা বা কবিতায় শুধু প্রেম প্রকৃতি নিয়ে বুদ্ হয়ে থাকাটা আমার খুব পছন্দের না ।সেই ভাবনা থেকেই আমার কবিতা লেখার চেষ্টা। কবিতা হয় কিনা জানিনা । কিন্তু চেষ্টাটা নিখাদ বলেই মনে করেই লিখি । এই কবিতাও সেই রকম একটা চেষ্টা । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
loading...
চমৎকার কবি ইসলাম দা। বাহ্।
loading...
রিয়াদি,
অনেক ধন্যবাদ আপনার সদয় মন্তব্যে ।
loading...
ওয়াও খন্দকার ইসলাম ভাই। আপনার লিখায় দিন দিন মুগ্ধতাই কেবল বাড়ছে। চলুন অবিরাম।
loading...
সৌমিত্র দা,
অবিরাম লজ্জা পেলাম আপনার মন্তব্যে । কি যে হাবিজাবি কবিতা লিখি ! কবিতা হয় কিনা তাওতো জানিনা !
তবুও ধন্যবাদ অনেক অনেক আন্তরিক মন্তব্যে।
loading...