কোনো একটি পবিত্র গোলাপের সন্ধানে

তোমার হাতে দেব বলে বহু দিনের অপেক্ষা আমার,
পবিত্র একটি গোলাপের।
যে গোলাপ মধুকরের গুঞ্জন শুনবে না,
অসূর্য্যস্পর্শা কোনো আধার যার পাপড়ি ছোঁবে না।
শুধু রাতের শিশির ঝরবে যার গায়ে
মুছে দিতে দিনের ধুলো, ধোয়া, ক্লান্তি এবং ক্লেদ।

তোমার হাতে দেব বলে বহু দিনের অপেক্ষা আমার,
পবিত্র একটি গোলাপের ।
যে গোলাপ স্বৈরাচারের গলায়
শুভেচ্ছা মালা হয়ে ঝুলবে না।
কোনো স্বৈরাচারের আগমনী তিথি,
যার সৌরভে হবে না সুরভিত কোনোদিন।

দেশে আজ অজস্র গোলাপের ছড়াছড়ি,
কিন্তু আজও সে গোলাপ কোনো কলি গর্ভে ধরেনি।
এই হতভাগ্য দেশের কোনো বনে বা বাগানে ফোটেনি,
রাজধানীর অভিজাত ফুলের দোকানেও অদৃশ্য সেই গোলাপ।
গোলাপ আজ ব্যক্তি পূজা, স্তব আর বাণিজ্য উপকরণ,
মিথ্যা নেতৃত্বের স্তবগানে গোলাপ হারিয়েছে তার পবিত্র সত্তা।

তোমার হাতে দেব বলে বহু দিনের অপেক্ষা আমার,
পবিত্র একটি গোলাপের।
দেশের সব গোলাপ হারিয়েছে তার সব সৌরভ, গৌরব,
সারা দেশ খুঁজে আমি পেলাম না একটিও পবিত্র গোলাপ।
যার গায়ে আঁধারের ছায়া নেই, ক্লেদাক্ত বৃষ্টির ছোয়া নেই,
যা দিয়ে করি তোমার ভালোবাসা স্তব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০১-২০১৯ | ১৫:৫১ |

    'গোলাপ আজ ব্যক্তি পূজা, স্তব আর বাণিজ্য উপকরণ,
    মিথ্যা নেতৃত্বের স্তবগানে গোলাপ হারিয়েছে তার পবিত্র সত্তা।'

    আমাদের জাতীয় জীবনে এমন এক পরিবেশই দীর্ঘায়িত হচ্ছে। তারপরও গোলাপ অপেক্ষা। গোলাপের জন্য অপেক্ষা আমাদের। শুভেচ্ছা প্রিয় লিখক মি. খন্দকার ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • খন্দকার ইসলাম : ০৮-০১-২০১৯ | ১৯:২৮ |

      মুরুব্বী,
      হ্যা, এই অসময়ে আমাদের এই স্বাধীন দেশেও সেই গোলাপের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে।মাঝে মাঝে সেই গোলাপের অপেক্ষা অবিশ্বাস্য যন্ত্রণারও হয়ে যায় । অনেক ধন্যবাদ মন্তব্যে ।  

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০৭-০১-২০১৯ | ১৯:৪৭ |

    পবিত্র একটি গোলাপ।
    যে গোলাপ মধুকরের গুঞ্জন শুনবে না,
    অসূর্য্যস্পর্শা কোনো আধার যার পাপড়ি ছোঁবে না।

    লেখাটির অন্তর্নিহিত বক্তব্য অসচ্ছ নয়; বরং অনুধাবনে এর গভীরতা অনুভব করলাম।
    ভাল থাকুন ইসলাম দা। শুভেচ্ছা অনেক অনেক।

    GD Star Rating
    loading...
    • খন্দকার ইসলাম : ০৮-০১-২০১৯ | ১৯:৩২ |

      রিয়া দি,
      অনেক ভালো লাগলো আপনার মন্তব্যে ।দেশ একটু করে এগুচ্ছে ।সেটাতো এগুবেই ।ভাঙা গাড়িও চলে লক্কর ঝক্কর করে ।গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেলেও আমরা চলবো হয়তো কিন্তু কতদিন, কিভাবে সেটাই প্রশ্ন ।সেই কষ্টের থেকেই লেখা এই কবিতা। আপনি সেই কষ্টটুকু ধরতে পেরেছেন জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ মন্তব্যে ।  

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৭-০১-২০১৯ | ২১:৩১ |

    সারা দেশ খুঁজে আমি পেলাম না একটিও পবিত্র গোলাপ।
    যার গায়ে আঁধারের ছায়া নেই, ক্লেদাক্ত বৃষ্টির ছোয়া নেই,
    যা দিয়ে করি তোমার ভালোবাসা স্তব।

    কবিতাটি এমন যে, এর প্রায় প্রতিটি স্তবক মন্তব্য ঘরে তুলে আনবার মতো। অসাধারণ সৃষ্টি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • খন্দকার ইসলাম : ০৮-০১-২০১৯ | ১৯:৩৬ |

      সৌমিত্র দা,
       আপনার শেষ মন্তব্যে, কবিতাটি এমন যে, এর প্রায় প্রতিটি স্তবক মন্তব্য ঘরে তুলে আনবার মতো। অসাধারণ সৃষ্টি, অসাধারণ লজ্জা পেলাম । কি যে লিখি হাবিজাবি ।কবিতার ইক্লিপ্স নিশ্চই সব ! 
      তবুও অনেক ধন্যবাদ সুহৃদ কবি । অনেক ধন্যবাদ । 

      GD Star Rating
      loading...
  4. অর্ক : ১০-০১-২০১৯ | ০:৩৭ |

    অপূর্ব! রিনিঝিনি ঝঙ্কার তুললো যেন লাইনগুলো। শুভেচ্ছা ভরপুর কবি।      

    GD Star Rating
    loading...
    • খন্দকার ইসলাম : ১১-০১-২০১৯ | ৯:১৩ |

      প্রিয় ব্লগার অর্ক
      অনেক অনেক ধন্যবাদ সদয় মন্তব্যে ।

      GD Star Rating
      loading...