ব্যভিচারীর লালসার স্বীকার লাঞ্চিত কোনো নারীকে,
অবৈধ সন্তান প্রসবের অভিযোগে অভিযুক্ত কোরোনা কখনো।
ব্যভিচারীর ক্ষমতা দম্ভের উল্লাস, লালসা পূরণের তৃপ্তিতে নয়
লাঞ্চিত নারীর নিঃসীম লজ্জা, অশ্রুজলেই লুকানো সভ্যতা।
লজ্জার চাদর ছাড়া সভ্যতাহীন জীবন,
মানুষের নয় স্বেচ্ছাচারীর,গা জোয়ারি হিংস্র শ্বাপদের জীবন।
ক্ষমতা দম্ভে লালসা উন্মত্ত কোনো স্বেচ্ছাচারিকে তাই,
খামোশ বলে রুখে দাঁড়াবার সময় হয়েছে এবার।
বিজয় মাসে গনতন্ত্র, সুশাসনের চাদরহারা দেশ উলঙ্গ,
ক্ষমতা সম্ভোগে উন্মত্ত শাসকের লালসায় লাঞ্চিত এবং লজ্জিত।
অবৈধ সরকার প্রসবকারী বাংলাদেশের পলি মাটিকে বলোনা ক্লেদাক্ত,
নদীর স্রোতে খুঁজোনা স্বৈরাচারের বীর্যের দাগ।
ইচ্ছে বিরুদ্ধ ক্ষমতা সম্ভোগের উন্মত্ত শাসন বীর্যপাতে,
অবৈধ সরকার প্রসবের লজ্জায় ম্রিয়মাণ দেশের সকল সবুজ।
সুষ্ঠু নির্বাচনের স্বপ্নঘাতকের গণতন্ত্রের বধ্যভূমিতে আরো একবার,
বাক, ব্যক্তি, ভোটস্বাধীনতার দাবিতে প্রতিবাদের ফিনিক্স পাখি হোক বাংলাদেশ।
loading...
loading...
কবিতার শেষ লাইনের আশাবাদে আশাবাদী হই মি. খন্দকার ইসলাম। অপেক্ষা।
loading...
মুরুব্বী,
নতুন বছরে সেটা আপনার মতো আমাদের আরো অনেকেরই আশাবাদী হবার ঠিকানা । অনেক ধন্যবাদ মন্তব্যে ।নতুন বছরের শুভেচ্ছা ।
loading...
সব অবৈধের ভীরেও বাংলাদেশের মানুষের ইচ্ছে শক্তির জয় হোক।
loading...
রিয়াদি,
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । নতুন বছরের অনেক শুভেচ্ছা ।
loading...
পৃথিবীর কম কয়েকটি দেশ পাবো যেখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা এই বিজয় অক্ষুণ্ন রাখতে হবে। সকল মানুষকে দেশের জন্য দেশের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে হবে। আলোর দিশারী বা রাজনীতিক নির্বাচনে ভুল করলে তার খেসারত দীর্ঘকাল এই দেশের মানুষকেই বইতে হবে। সইতে হবে।
ভোটস্বাধীনতার দাবিতে প্রতিবাদের ফিনিক্স পাখি হোক বাংলাদেশ।
loading...
সৌমিত্র দা,
অনেক ভালো লাগা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন ।
নতুন বছরের শুভেচ্ছা । ভালো থাকুন ।
loading...