মেসি, তোমার ফুটবল জাদুতে মুগ্ধ পৃথিবী ।
নিঝুম কত রাত নির্ঘুম কাটে ছয় মহাদেশে,
দেখতে সবুজ মাঠে তোমার অনায়াস, স্বচ্ছন্দ বিচরণ !
রক্ষণ ছিন্নভিন্নকারী তোমার চোখ ধাঁধানো গতি, ড্রিবল
কত সহজে বিজয়ী স্বপ্নের বীজ বুনে সমর্থক মনে !
শেষ মুহূর্তে জালে জড়ানো তোমার রংধনু শটগুলো
কি অপার্থিব উন্মাদনা ছড়ায় গ্যালারি জুড়ে !
যেন স্বয়ং দেবতা বর নিয়ে নেমেছে সবুজ মাঠে।
কিন্তু বলো, পারবে কি সবুজ মাঠে এমন স্বপ্ন মায়া ছড়াতে
লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে?
ধরো, তোমার দিকে মাঠ মসৃন, যেন সবুজ কাশ্মীরি গালিচা,
আর বিপক্ষ দিক যেন পুলিশি রিমান্ডে ক্ষত বিক্ষত
নিহত বিরোধী দলীয় নেতার বেওয়ারিশ কোনো লাশ !
সেই মাঠে সাথে থাকলেও নেইমার ও দুরন্ত এম্বেপে,
মাতাতে পারবে কি গ্যালারি তুমি বা তোমার দল?
আক্রমণে এম্বেকি কি পাবে দুরন্ত অশ্বারোহীর গতি?
নেইমারের মাটিঘেঁষা শটগুলো কি হবে না লক্ষ্যচূত?
সবুজ ক্যানভাসে আঁকা ভ্যান গগের ছবির মতো গোলগুলো
তোমার, পাবে কি তিন কাঠির সঠিক ঠিকানা?
অযোগ্য ব্যবস্থাপনায় আদৌ যায় কি খেলা নান্দনিক ফুটবল?
তেমন লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে আসন্ন নির্বাচন ঘিরে,
দলদাস পুলিশ সেজেছে আক্রমণের ঘোড়া ।
ঘরে বাইরে, নগরে বন্দরে অননুমোদিত গ্রেফতার, পুলিশি রিমান্ড,
নির্বাচনে প্রতিপক্ষের প্রাপ্য আজ জেল,গুলি,এবং নির্বিচার সন্ত্রাস।
শ্বাপদ হিংস্রতায় ছিন্নভিন্ন ঘর বাড়ি,পোস্টার,নির্বাচনী আশ্বাস,
গণতন্ত্রের ছদ্মবেশে স্বৈরাচারের দিচ্ছে আজ প্রকাশ্যে উঁকি ঝুঁকি !
যে গণতন্ত্র থাকার কথা ছিলো দেশের সবুজ মাঠে, গ্রামে ও শহরে,
সে গণতন্ত্র আজ মিটি মিটি জ্বলে হয়ে দূর আকাশের শুকতারা ।
তবুও ইসি লেভেলপ্লেয়িং ফিল্ড গড়েছে বলে আনন্দে বাগবাগ,
সিইসি গর্বিত নির্বাচনী পরিবেশ নিয়ে, সেলুকাস কি বিচিত্র এই দেশ !
মেসি, বলো এইরকম লেভেল প্লেয়িং ফিল্ডে পারতে কি তুমি,
লা লীগার রেলিগেটেড কোন দলকেও হারাতে?
loading...
loading...
অসাধারণ এক রূপক কবিতা। দারুণ ক্রিয়েশন। অভিনন্দন মি. খন্দকার ইসলাম।
loading...
মুরুব্বী,
খুব খুশি হলাম আপনার মন্তব্যে। কি আর লিখি হাবিজাবি ।
তাতে আপনার এই মন্তব্য প্রচন্ড ভালো লাগা হয়ে আসলো। অনেক উৎসাহিত হলাম । অনেক ধন্যবাদ নেবেন ।
loading...
দারুণ হয়েছে কবি দা।
loading...
রিয়াদি,
অনেক ধন্যবাদ মন্তব্যে।
loading...
চমৎকার রূপক কবিতা। অসাধারণ কবি ইসলাম খন্দকার ভাই। নতুন বছরের শুভেচ্ছা।
loading...
সৌমিত্র দা,
অনেক ধন্যবাদ মন্তব্যে। ধরেই নিচ্ছি আপনি ফুটবলের খবর রাখেন। কলকাতায় যে জমাট কলকাতা লীগ, প্রিমিয়ার আর আই লীগ তাতে আমার এই নিরীক্ষামূলক কবিতায় আপনি কি বলেন সেটা জানতে একটু কৌতূহল ছিল । সেটা জানাবার জন্য অনেক ধন্যবাদ ।
loading...