দিগন্ত জোড়া সাগর জলে ভাসা জীবন ছিল তোমার
তবুও এতটুকু তৃষ্ণা মেটেনি, টেন্টালাস !
হাত বাড়ালেই সাগর,
তবুও কি দুর্লভ জলহীন তৃষিত এক জীবন কাটলো !
তাই বুঝি হাজার বছর পরে পুনর্জন্ম নিলে টেন্টালাস,
ষোলো কোটি জনগণের প্রতিচ্ছবি হয়ে এই বাংলাদেশে?
নদীমাতৃক এই বাংলাদেশে জল হয়তো পেতেও পারো একটু,
কিন্তু জল খাবার স্বাধীনতা পাবে কি এই পুনর্জন্মে?
ছদ্মবেশী দেবী কি দেবে এবারও জীবন বাঁচাবার স্বাধীনতা?
করুণার বারিধারায় ভিজবে কি তার জিঘাংসু হৃদয়?
একশো তিপ্পান্ন অনির্বাচিত সাংসদের অবৈধ খুঁটিতে
গড়া দেবীর ক্ষমতার প্রাসাদ।
ব্যাংক লুট, শেয়ার বাজার লুটেপুটে খেয়েছে সব চেলা চামুণ্ডা,
সুইস ব্যাংকে স্ফীত লক্ষীর প্রসাদ।
দেবী শাসনে উন্নয়নের সুনামিতে নাকি ভাসে নগর বন্দর!
মধ্যম আয়ের দেশে আমজনতার নুন আন্তে পান্তা ফুরোয়।
তবুও চাইনি ছিনিয়ে নিতে দেবীর অবৈধ লক্ষীর ঝাঁপি,
অথবা অবৈধ ক্ষমতার বিলাসী প্রাসাদ।
চেয়েছিলাম শুধু গণতন্ত্রের একটু মৌল আশাবাদ,
চাওয়া ছিল একটা সুষ্ঠু নির্বাচনী আশ্বাস।
সেই সামান্য চাওয়াতেই দেখি দেবীর শাসন উত্তাল,
বিলীন গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মৌল সব চাওয়া।
বিলীন লেভেল প্লেয়িং ফিল্ড গড়বার সব আশ্বাস,
দেবী দুঃশাসনে নির্বাসিত গণতন্ত্র আজ দূর দ্বীপবাসিনি।
সে দ্বীপে যাবার সহজ কোনো ভেলা নেই,
শুধু রক্ত নদীতে নিরন্তর ভেসে চলা।
দলদাস আইন শৃঙ্খলা বাহিনীর হামলা মামলায়,
বিপর্যস্থ বহুদলীয় সুষ্ঠু নির্বাচনের সকল পথ ও প্রান্ত।
টেন্টালাস, দিগন্ত জোড়া সাগরেও তোমার ছিল তৃষিত জীবন,
গণতন্ত্রের দেবীর সুশাসনেও আমার তৃষ্ণা অধরা গণতন্ত্রের!
তবুও টেন্টালাস, ষোলো কোটি মানুষ তৃষিত জীবন বয়ে চলি,
বিজয়ের মাসে অধরা গণতন্ত্রের গভীর আশ্বাসে।
loading...
loading...
"চেয়েছিলাম শুধু গণতন্ত্রের একটু মৌল আশাবাদ,
চাওয়া ছিল একটা সুষ্ঠু নির্বাচনী আশ্বাস।"
পূর্ণ দশ বছরের বঞ্চনার প্রেক্ষিতে রায় দিতে যাচ্ছে বাংলাদেশ। দলদাস আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা মামলা আর বিপর্যস্থ বহুদলীয় সুষ্ঠু নির্বাচনের রুদ্ধ পথ ও প্রান্তকে আলোকিত করতে দেশের মানুষ প্রস্তুত। যে দলই উঠে আসুক; সুশাসন সর্বজনীন হোক।
loading...
মুরুব্বী,
" পূর্ণ দশ বছরের বঞ্চনার প্রেক্ষিতে রায় দিতে যাচ্ছে বাংলাদেশ। দলদাস আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা মামলা আর বিপর্যস্থ বহুদলীয় সুষ্ঠু নির্বাচনের রুদ্ধ পথ ও প্রান্তকে আলোকিত করতে দেশের মানুষ প্রস্তুত। যে দলই উঠে আসুক; সুশাসন সর্বজনীন হোক।"
অসাধারণ মন্তব্য আপনার। এই আশাবাদ নিয়েই নিয়েই আমার কবিতা ।অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যে ।ভালো থাকুন নিরন্তর ।
loading...
প্রশাসনিক ম্যাকানিজম কেমন হতে পরে দেশের মানুষ এখন জানে। তারপরও চাই সুষ্ঠু ভোটাধিকারে জয় হোক সাধারণ মানুষের ইচ্ছে এবং আকাঙ্খার।
loading...
মুরুব্বী,
অনেক ধন্যবাদ আবার মন্তব্যে ।
জ্বি, সেই একটাই চাওয়া রাজনীতিবিদদের ও দেশের সুশীল সমাজের কাছ থেকে । তার বাইরে কোনো চাওয়া নেই ।
loading...
ভালো লিখেছেন বুঝলাম আপনার দলীয় মন কোন দিকের।
loading...
খেয়ালি মন,
আমার মন বুঝতে একটু বেখেয়ালি হয়েছেন মনে হলো ।
আমার কোনো রাজনৈতিক মন নেই । দেশে একটা সুষ্ঠ নির্বাচন হোক ।সেই নির্বাচনে মানুষ যে দলকে চায় সেই দল ক্ষমতায় গিয়ে একটা জনমুখী সরকার পরিচালনা করুক সেটাই আশা। অনেক দিন দেশের বাইরে, আমেরিকায় ।এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি যে একজন ভালো মানুষ সরকারে আছেন কি না সেটা দেশ চালাবার জন্য খুব জরুরি না । তাতে দেশ ভালো চলবেই সেই গ্যারান্টি দেওয়া যাবে না কখনোই ।কারণ মানুষ করাপ্ট হতে পারে সহজেই । কিন্তু একটা ভালো সিস্টেমে দাড়া করিয়ে দিতে পারলে কিছু খারাপ লোক সরকারে থাকলেও দেশ ভালোই চলবে । এই যে ট্রাম্পের মতো কর্তৃত্ব পরায়ণ একজন মানুষ ক্ষমতায় থাকার পরেও যে তার বিরুদ্ধে স্পেশাল কাউন্সিলের মতো একটা শক্তিশালী একটা টিম নানান অভিযোগের তদন্ত করতে পারছে সেটা এই সিস্টেমেরই ফল । একটা গণতান্ত্রিক সিস্টেম দেশে দাঁড়িয়ে গেলে আমাদেরও উন্নতির পথ খুলবে। সেই যে অমর্ত্য সেন দেখিয়েছেন তার গবেষণায় একটা গণতান্ত্ৰিক সমাজে দুর্ভিক্ষ হবার সম্ভাবনা কম থাকবে সব সময়ই সেই রকম আর কি। নব্বইয়ের পরে আমরা সেরকম একটা নির্বাচনের সিস্টেম দাড়া করতে পেরেছিলাম ।সেটা আমাদের রাজনীতিবিদরা নষ্ট করে ফেলেছেন ।সেই রকম একটা নির্বাচনী সিস্টেম থাকলে ট্রায়াল এন্ড এরর পদ্ধতির মধ্যে দিয়ে সেটাই দেশের জন্য একটা একাউন্টেবল সরকার গঠনের মূলসূত্র হয়ে উঠতে পারতো বলে আমি বিশ্বাস করি । সেই ভাবনা থেকেই এই কবিতা ।কোনো রাজনৈতিক চিন্তা ভাবনার থেকে না । যাহোক, ভালো থাকবেন ।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
loading...
ষোলো বা সতের কোটি মানুষের ভাগ্য বদলাতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দরকার জনবান্ধব সরকার ব্যবস্থা। অগ্রভাগে মানুষের বাক্ স্বাধীনতা বেশী জরুরী।
কবিতা শেয়ার করার জন্য অনেক শুভেচ্ছা খন্দকার ইসলাম দা।
loading...
রিয়াদি,
আপনার মন্তব্যে অনেক ভালোলাগা ।
হ্যা দেশটা অনেক সুন্দর করে গড়তে চাইলে " রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দরকার জনবান্ধব সরকার ব্যবস্থা।অগ্রভাগে মানুষের বাক্ স্বাধীনতা বেশী জরুরী "এই কথাটা যদি আমাদের রাজনীতিবিদরা বুঝতেন! ভালো থাকবেন।
loading...
দলদাস আইন শৃঙ্খলা বাহিনীর হামলা মামলায়,
বিপর্যস্থ বহুদলীয় সুষ্ঠু নির্বাচনের সকল পথ ও প্রান্ত।
যতটা জানি ভুল বলেননি কবি ভাই। পাশের দেশে থেকে এই বিষয় খুব অজানাওনয়। সুশাসনের পথ খুলে যাক জনমানুষের রায়ে। বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
loading...
সৌমিত্র দা,
আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো ।
দেশটা সুন্দর করে চললেই হলো ।মানুষের স্বস্তি থাকলেই হলো ।এই অল্পই চাওয়া । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নিবেন । ভালো আছেন আশাকরি ।
loading...