তোমার আজ মন খারাপ বালিকা..!
খুব জানতে ইচ্ছে করে, তোমার মন খারাপের কারনটা কে…?
ইচ্ছে করে অনেক কিছু জেনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলার-
এটাই ভাগ্যে ছিলো, তুমি মেনে নাও..
তোমার আজ মন খারাপ বালিকা..!
তাহলে আমার মতো চলে যাও-
জানালার কাছে, তারপর আকাশটাকে আলিঙ্গন করতে হাত বাড়াও-
সমস্ত কিছু ভুলে পূর্বে ওঠা সাহসী সূর্যের তেজহীন আলোটাকে আপন করে নাও-
পড়ন্ত কোনো মায়াবী বিকেলে..।।
যে আলো ছুয়ে যাবে আমার দেখতে না পাওয়া সব অন্ধকার গুলোকে-
যে আলো তাড়িয়ে দিবে তোমার অজান্তে জন্ম নেওয়া কষ্টজমা দুঃখগুলোকে-
যে আলো ম্লান মুখে এনে দিবে অনিচ্ছা সত্বেও অদ্ভুত এক হাসি-
সে আলোকে আপন করে নাও বালিকা…।।
তারপর, তারপর তুমি দীর্ঘশ্বাস ছেড়ে ভুলে যেও আমাকে-
ভুলে যেও আমার সাথে কাটানো একেকটি দিনের কথা-
অদ্ভুত এক হাসি দিয়ে তোমার বুকের ভেতরে জন্ম দাও-
আমি হীন এক নতুন জগতের…।।
তোমার আজ মন খারাপ বালিকা…!
খুব জানতে ইচ্ছে করে,খুব জানতে ইচ্ছে করে-
খুব জানতে ইচ্ছে করে……….
loading...
loading...
যথেষ্ঠ রোম্যান্টিক একটি কবিতা। এবং সুন্দর।
শব্দনীড় এ আপনাকে স্বাগতম মি. দীপঙ্কর মল্লিক।
loading...