কথামালা

যে বা যারা নিষ্ঠুর
আমি তাদের বলেছিলাম একবার গাও
মোর বীণা ওঠে কোন সুরে বাজি,
যে বা যারা বোমা বাঁধে রোজ
তাদের বলেছিলাম একবার জোরে জোরে বলো
আজই এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর,
যে বা যারা তাদের ক্ষমতা দেখিয়ে
দমিয়ে রাখে এক একটা এলাকা
আমি তাদের বলেছিলাম এসো আমরা দুজনে গাই
সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনায়,
বিশাল জনস্রোতে যে বা যারা অন্যকে মারতে চেয়েছিল
তাদের আমি বলেছিলাম তুমি কি জানো
বসুধাকে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি
পৌরুষেরে করে নি শতধা,
যে এবং যারা ভুক্তভোগী তাদের বলেছিলাম
এ বড় বিচিত্র
কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।

এদের সবার সঙ্গে আমার বারবার যতবার
দেখা হয় মুখোমুখি হয়
ততবার আরও আরও বেশি ধারালো হয়
আমার এই জীবনের কথামালা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৬-২০২১ | ৮:০২ |

    সার্থক কবিতা। পাঠক হিসেবে এটাই আমার বিশ্বাস প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...