কিন্তু কতজন

সত্যি বলছি, আমি মানুষ।
আমি মানুষের কান্না শুনতে পাই
আর্তকে সাহায্য করতে চাই,
পাশের জনকে সত্যি বলছি
আমার মানুষ বলেই মনে হয়।
কিন্তু কতজন?

সত্যি বলছি, আমি মাটি বলতে
মেদিনীপুরের মাটি বরিশালের মাটি কিংবা
আমেরিকা লন্ডনের মাটি বুঝি,
আর বুঝি সেই মাটিতে বাস করা মানুষজন।
কিন্তু কতজন?

সত্যি বলছি, পায়ে পা মিলিয়ে আমরা সবাই বাঁচব
একে অপরের ভালোবাসার বাসা গড়ব,
জাত পাত উঁচু নীচু বর্ণ বিদ্বেষ সব কিছু সরিয়ে
আমরা মুছে ফেলব কাঁটাতার সীমান্ত অথবা অতন্দ্র পাহারা।
আমি বুঝি মানুষ নিয়েই দেশ
আর দেশ মানে মানুষের নিশ্চিত বসবাস।
কিন্তু কতজন?

সত্যি বলছি, আমিও চাই
সবার অন্ন সংস্থান হোক, ঘর হোক,চাকরি হোক,
সবাই শিক্ষা পাক, চিকিৎসা পাক
সবার গড়ে উঠুক উন্নত জীবন যাত্রা।
সবাই হোক, মানুষের মত মানুষ।
কিন্তু কতজন?

এই কতজন ভাবতে ভাবতে
আমি মানুষ
চারিদিকে দেখি মানুষ মানুষ আর মানুষ,
সংস্থানের হাহাকারে ধুঁকছে মানুষ।

কতজন হোক, পাশের দু চার জন,
তাহলে
সত্যি বলছি, আমিও সত্যি মানুষ,
মানুষের মত মান হুঁস।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. ইসিয়াক : ২১-১২-২০১৯ | ১০:০৭ |

    সুন্দর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • দীপঙ্কর বেরা : ২১-১২-২০১৯ | ২২:৪৮ |

      অনেক ধন্যবাদ। 

      ভাল থাকবেন। 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৯-১২-২০১৯ | ১৩:২৯ |

    আপনার জন্য একরাশ শুভেচ্ছা কবি মি. বেরা।

    GD Star Rating
    loading...