এইতো সেদিন।
তাহাদ আলী উঠিয়ে নিয়ে গেল আয়েশাকে।
লোকটি কবি, ভালোবাসতো আয়েশাকে। খুব বেশি। প্রতিবাদ করেছিল, উঠান জুড়ে তোলপাড় করছিল। তাহাদ আলীর কলার চেপে ধরেছিল। একটা প্রচন্ড থাপ্পরে উল্টে গিয়েছিল। পারে নি তার আয়েশাকে নিজের করে রাখতে।
থানা পুলিশ হলো। আয়েশা কেস নয় শুধু, আরও।