সুখ মগ্ন অন্তর্যামী

325

নাই হলাম তোমাদের মত সুশীল
তথাকথিত ভদ্র,মননে অশ্লীল
আর নিচ্ছিদ্র মুখোশ ধারণে-
নাইবা হলাম লোলুপ অন্ধ!
আমার দারিদ্র আমারই থাক,
চাইনা সেই ধন, অর্থকড়ি
বিগলিত মনুষ্যত্বের বিনিময়ে;
কে কবে হয়েছে মহান
আমার এক চারণ কবিত্ব সমান!

জীবনের দামে কিনেছি স্বপন,
সহস্র রজনীর বিসর্জনে-
অর্জন করেছি আমার দুঃখী পদাবলীর জয়
নাইবা পেলাম রাজ সিংহাসন, যেখানে
মিথ্যের ছড়াছড়ি; উলঙ্গ নৃত্যের প্রলয়!
আমার পদ্য আমার অহংকার
সদ্য ফোটা করবীর মতন নৈবদ্য অলংকার,
তোরা থাক তোদের ক্ষুধা,মদ্য দুর্গে
রোজকার প্রেমিক বদলে; লাশ কাটার মর্গে!
লাশই তো!
মন দহনের উন্মত্ত বিভীষিকাকে
লাশের সঙ্গে তুলনা করলেও কম হয়!

আমার স্বর্গ আমার বুকে
হৃদয়ের সমস্ত অর্ঘ উজাড় করে-
যে নৈবদ্যে নিমগ্ন আমি,
আলোর সুরম্য পথ বেয়ে, পেয়ে যাই
সুখ মগ্ন অন্তর্যামী।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
সুখ মগ্ন অন্তর্যামী, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৩-২০২৩ | ১০:২২ |

    যে নৈবদ্যে নিমগ্ন আমি,
    আলোর সুরম্য পথ বেয়ে, পেয়ে যাই
    সুখ মগ্ন অন্তর্যামী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...