আমার জন্মের পর
মা আমার নাম আর দিন ক্ষণ লিখেছিল
সুঁই সুতার রঙ্গিন কারুকার্যে
আজ মৃত্যুর পর
কেউ কি লিখে রাখবে সেই নাম
মমতার ঐশ্বর্যে?
মৃত্যুতেই বিলীন হয়ে যাবে একটি পৃথিবী
দাউদের কাব্যময় উচ্ছ্বাস! ভালোবাসার দাবী।
দিনের আলোর মত
ময়ূরাক্ষী গোধূলির মত
পাতা ঝরা নৈশব্দের পতনের মত
বিদেহী আত্মার নিঃশব্দ বিচরণ কেউ কি টের পাবে?
কেউ কি বুঝতে পারবে-
কুসুমিত মখমল ফেরিয়ে চৌচির হয়ে আছে একটি বুকের জমিন!
মাটি ছুঁইয়ে নেমে আসা আলিঙ্গনের খাঁটি উত্তাপ
কেউ কি অনুভব করবে-
একটি ব্যর্থ হৃদয় নির্বিবাদে করেছে আমূল সন্তাপ।
মৃত্যুতেই তো শেষ হয়ে যাবে
সমস্ত আশা ভালোবাসা,মান অভিমান, হিংসা
যার যা পাওনা বাকী থাকবে
দাবীর জন্য সে হয়তো মুখে নিবে একটি নাম,
আর যাদের হিসেব চুকিয়ে দিলাম
জানি, তাদের মনে রাখার আর কোন কারণ নাই…
জানি,
এরপরও মানুষ নিজেকে মানুষ দাবী করবে
এরপরও নীল-খামে চিঠি লিখবে প্রজন্মের পর প্রজন্ম
এরপরও ভালোবাসা শীতল খাতা ভরে উঠবে উষ্ণ কবিতায়
সকালের মিষ্টি রোদে চিক চিক করবে সারা রাতের শিশির সিক্ত ঘাস ফুল।
নতুন দিনের নতুন স্বপ্নে বিভোর হবে
নতুন পৃথিবীর সব টুকু উল্লাস
কেবল একটি নাম রয়ে যাবে অগোচরে, নীরবে
বিলুপ্ত হবে দাউদের সমস্ত কাব্যময় উচ্ছ্বাস!
loading...
loading...
নতুন পৃথিবীর সব টুকু উল্লাস
কেবল একটি নাম রয়ে যাবে অগোচরে, নীরবে
বিলুপ্ত হবে দাউদের সমস্ত কাব্যময় উচ্ছ্বাস! ___ এমনটা যেন না হয় কবি।
loading...