আমি বার বার বুঝতে চেয়েছি আমাকে
আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজেছি এক একটি যতি চিহ্ন
জীবনের বাঁকে বাঁকে ফোটা ঘাসফুল, বসন্তের রঙ, কাল বৈশাখের তাণ্ডব
দেখতে চেয়েছি কোন অসুখের কবলে মুচড়ে গেছে মনুষ্যত্ব!
কোন ভাঙনের তোড়ে ভেসে গেছে অনন্ত যৌবনের বীরত্ব।
আমি শুধু দেখতে চেয়েছি আমারই হাসির লাবণ্য
যার অভাবে তুমি ফিরিয়েছ মুখ
ছুঁড়ে দিয়েছ আক্ষেপের জ্বল জ্বলা অগ্নিদহন;
আমি জন্মেছি চির অরণ্যের জঠরে
আমার বুকের পাঁজরে সুবাসিত বসন্তের কুসুমিত উষ্ণতা
মমতার ধর্মে নির্লোভ প্রেমে-
উদ্ভাসিত জীবনে চেতনায় সুসজ্জিত আমার আদর্শ!
তোমার ছেড়ে যাবার সাফাই অভিযোগ
আর যাই হোক “অবহেলা” হতে পারেনা!
তুমি ছেঁড়ে যাবে- যাও
তোমাকে অবহেলার অভিযোগে আমাকে দোষী করোনা
আমি অযোগ্যতার অপমান মেনে নেবো;
অবহেলার অভিযোগ কোন দিন না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অবহেলার অভিযোগ কোন দিন না,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি ছেঁড়ে যাবে- যাও
তোমাকে অবহেলার অভিযোগে আমাকে দোষী করোনা
আমি অযোগ্যতার অপমান মেনে নেবো;
অবহেলার অভিযোগ কোন দিন না।
loading...
বেশ উপলব্ধিকর অনুভব কবি দা
loading...