মৃয়মান বাতিঘর

205934

মাঘের কুয়াশা ঘেরা দিনে
জ্বলেছিলাম প্রথম মোমের প্রদীপ হয়ে,
সূর্যাস্তের লগ্নে..
শীতল কনকনে হাওয়া
মায়ের বুকে কুসুম উষ্ণতা, ফুলের সুবাস..
কান্নাভেজা হৃদয় আর পরিশ্রান্ত চোখে নিবিড় আশীর্বাদ “বেচে থাকুক মানিক রতন, মায়ের বুকের ধন”।

…. তারপর শুরু হয় বাচার নেশা!..
হিসেবের জীবনে বেহিসেবী লেনদেন,
বাদ- বিবাদ
সুখ- দুঃখ- হতাশা..
কিঞ্চিৎ ভালবাসা, সাধ- আহ্লাদ, আশা ভরসা…
যেভাবে
প্রগাঢ় হতে থাকে জীবন
জীবনের নেশা.. ক্ষুধা – তৃষা;
আপন জগতে বাড়ে আপন পথ, সরব বিচরণ
রঙে ঢঙে বাড়ে নিত্যনতুন প্রবণ
আসে যৌবন
অঙ্গে উপাঙ্গে লাগে ঢেউ
রঙে-বিহঙ্গে আঁকি স্বপন ঘুমহারা রাতে; বুঝেনি কেউ!

নদীর মতন জীবন
ছুটে স্রোতের তোড়ে, বাকে বাকে দেখা মেলে নিত্যনতুন বিস্ময়!..
মাঝ দরিয়ার উথাল পাথাল জোয়ার
জোছনা রাতের মুচকি হাসি,
লীলাময় বিচরণ শেষে বালুচরে পড়ে থাকা পদচিহ্ন!…

কে যেনো গান গায় উজান ঘাটে
অবসাদের সুর- স্মর
ঠোঁটে না আসা আর্তনাদ গুলো বাড়ায় বুকের ধড়ফড়….
মদিরা আসর হতে ফিরে আসা তৃষ্ণার্ত পথিক হয়ে
ঘুরি অলি গলি;
নিশীথের অন্ধকার হাতড়ে হাতড়ে চলি অজানায়..

মৃয়মান বাতিঘর
যেখানে
অহর্নিশি মোম জ্বলে যায়, তাকে নিঃশেষ হতে হয় পুড়ে পুড়ে
অন্তিমকাল অবধি অবারিত তালে.. হেসেখেলে!…

মৃয়মান বাতিঘর // দাউদুল ইসলাম
(জন্মদিনের হিসেব নিকাশ)
২৫ জানুয়ারি ‘২২

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
মৃয়মান বাতিঘর, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৬-০১-২০২২ | ০:৩৯ |

    সৌন্দর্যময় লেখা

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ২৬-০১-২০২২ | ১:১২ |

      আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় কবি।ভালোবাসা জানবেন❤️❤️

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৬-০১-২০২২ | ৯:৪২ |

    মৃয়মান বাতিঘর
    যেখানে অহর্নিশি মোম জ্বলে যায়, তাকে নিঃশেষ হতে হয় পুড়ে পুড়ে
    অন্তিমকাল অবধি অবারিত তালে.. হেসেখেলে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...