ভাবতে গেলে
প্রকট হয়ে উঠে ভাব অভাব…অশান্ত শূন্য! বুদবুদ!!
যেখানে শূন্যতা… সেখানেই হাওয়ার দুরন্তপনা!
নির্বোধ! বেদখল!!!
কি রঙে
কি ঢঙে
কোন তালে স্থিরতা পাবে – মন, মনন। ভাবের অর্গলে ভাঙ্গে বাঁধ!
সীমানা ডিঙ্গিয়ে অনুপ্রবেশ করে দুর্মদ আবর্জনার স্রোত! দুর্ভাবনা…
ভাবের জটলায় দুর্ভেদ্য গিট! অনর্গল বুদবুদে ঘোলা জল! ক্ষীণ সম্ভাবনা!!!
চৈতন্য ডোবে অবচেতনে
ক্ষুদ্রাতীত ক্ষুদ্রতায়-
অতল গহ্বরে। গুপ্ত খোপে। অতন্দ্র অভিশাপে।
গিটের মহিমায় জাগে প্রত্যাশা। নব-চেতনা । অনুরাগের আলো, সুর, ছন্দ…
ণত্ব স্বভাব!…
কষ্টে আঁকে নতুন ভাবধারা। হারিয়ে খোঁজে ঠিকানা। আবেগের মন্দ্র রূপ।
ছোঁয়ার দূরত্বে ভাবের ভৈবব। মনোরম সুন্দর। স্থির জলে স্বচ্ছ চাতাল, মৃণ্ময়ী সুখ…
আমি/ আমরা তাকে ছুঁইনা
ফিরি বাঁকে
বক্র ভাবে, জটের বুকে খুঁজি গিটের মহিমা…
.
— উৎসর্গঃ কবি আরণ্যক টিটো কে-
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
গিটের মহিমা...,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চৈতন্য ডোবে অবচেতনে
ক্ষুদ্রাতীত ক্ষুদ্রতায়-
অতল গহ্বরে। গুপ্ত খোপে। অতন্দ্র অভিশাপে।
আমি/ আমরা তাকে ছুঁইনা
ফিরি বাঁকে … বক্র ভাবে, জটের বুকে খুঁজি গিটের মহিমা…
loading...