আলোর বিভ্রমে খুঁজে আড়াল। আলোতে দেবীর যন্ত্রণা!
বিষ পোড় ভিমরুলের দংশনে যন্ত্রণা লাগব অচেতন নিদ্রায় তলিয়ে যায়
কতদিনের নিদ্রা ভুক দু’চোখে
সুখ নেমে আসে স্বপ্নের ডানা ছড়ে
-একি! তুমি ঘুমাচ্ছো এখনো? ওঠো দেবী-
দেখো বৃষ্টির আয়োজনে ব্যস্ত বিভোর গোধূলি
উঠে এসো দেবী
– না কবি, আমায় ঘুমাতে দাও
আমি জাগলে তুমি ফের নিরুদ্দেশ হবে যে
-তুমি না উঠলে বৃষ্টি ঝরবে কি করে
– কি হবে বৃষ্টি দিয়ে
মরুর তৃষ্ণা মিটায় কোন বৃষ্টি
মরু মরুই থেকে যায়
পুড়তে দাও আমাকে যত ক্ষণ না দহন ভুক না মেটে চিতার
জানো না-
আমি না পুড়লে এই আগুন জ্বালাবে তোমার সংসার!
তুমি ছারখার হবে
লুটপাট হবে!
-দেবী, সংসার পাবো কই? যে পুড়বে
লুটপাটের ভয় কি? আমার হারাবার নেই কিছুই
– আমি তোমার কিছুই না?
– তুমিই আমার পৃথিবী, দেবী
আমার উড়নচণ্ডী জীবনের সমস্ত দায় ভার
তোমার বুকেই দ্বৈরথ বিচরণ আমার
মরণ সুখে ডুবেছি আমরণ, ডুবানোর সাধ্য নেই আর
– তবে পালাও কেন?
– নাতো! পালাবো কোথায়?
– জানোনা কবি
একাকীত্বে আমার দম রুদ্ধ হতে হতে জেনেছি তুমি কত বিশুদ্ধ
জেনেছি তোমার বুকে প্রেমের তীর্থক্ষেত্র
তোমার ঠোঁটে প্রাণান্ত ভালোবাসা
সুখের স্বপ্ন আঁকে আমার রুক্ষ চিবুকে,
তোমার নিপুণ দক্ষতায় ধরা দিয়ে জানলাম
বিষাদে জমা কষ্ট গুলো কান্নার জলে মুছবে না
সঙ্গমের ধারা প্রবাহ বিনে এই বাঁধ ভাংবেনা।
– আমি একপ্রাণ তৃষ্ণা নিয়ে তোমার কাছে হাত পাতি
শব্দের ভিক্ষায় আমার কবিত্ব রক্ষায়
খরান জাগা চৌচির মাঠ পেতে দিই
তোমার বুকের ঝর্নায়
উঠে এসো দেবী-
আজকের বৃষ্টি তোমার আমার সৃষ্ট প্রেমের উপহার
এসো সমগ্র সত্ত্বায় বরন করি অঝর বর্ষণ
এসো পরম মমতায় মিটাই অতলান্তিক হাহাকার।
.
( দেবী ও কবি কাব্যগ্রন্থ থেকে)
loading...
loading...
এসো সমগ্র সত্ত্বায় বরন করি অঝর বর্ষণ
এসো পরম মমতায় মিটাই অতলান্তিক হাহাকার।
loading...
অনিন্দ্য সুন্দর রচনা।
loading...