পারছিনা -কিছুই হচ্ছেনা

8391

নাহ!
হচ্ছে না,
কিছুই হচ্ছেনা, মন প্রাণ জীবন দিয়েও না!
রক্তে ঘেমে জল
আকণ্ঠ পান
তিয়াস মিটছে না, অন্তর পুড়ে অনল
মনে জমে ছাই, উৎকণ্ঠা- হতবিহ্বল;
চোখের নিকটে ভুকা মুখ
চাইনা আর- সাধ্য সংকটে থাকুক
সরলের দৃষ্টি
পবিত্র মিষ্টি, প্রাণের গরলে
তোলে ঝড়- তীক্ষ্ণ নখের আঁচড়;
কণ্টক নয়… কণ্টক নয়
চরণ তলে অভাগার ধূসর হাড়গোড় করে কড়মড়!
এই যে মাটি- আদিম ভিটে
মন পোড়া মানুষের পাঁজরে রয়েছে লেপটে;
এই জল
ঘটি- বাটি
ধু ধু রুক্ষ স্বর, জীর্ণ করোটি
লুটানো স্তন;
বিদীর্ণ বৃক্ষের রোদন
হক মাওলা!
ইয়া রব… ইয়া রব…জপ কীর্তন!
অন্ধ সায়াহ্ন
নীড় শূন্য হাহাকার
থামছে না কান্না- নিকষ মৌনতার;
পারছি কই সইতে-
অথবা প্রাণ খুলে কইতে,
সেতারার জ্বল জ্বলে চোখ
আমাকেই করতে হয়- ভোগ
নির্মম উপহাস- বিপুলা দুর্যোগ!
গৃহ
নিগৃহ অভিন্ন শোক- নিরীহ আত্মায়,
ভালবাসি সবার হাসি মুখ, যদিও
পারছি না কিছুই
কিছুই হচ্ছেনা অসম বিরহ কান্তায়…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৭-২০২১ | ২১:১৯ |

    পারছি কই সইতে-
    অথবা প্রাণ খুলে কইতে,
    সেতারার জ্বল জ্বলে চোখ
    আমাকেই করতে হয়- ভোগ
    নির্মম উপহাস- বিপুলা দুর্যোগ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. নাদেরা ফারনাছ : ১২-০৭-২০২১ | ২২:০১ |

    সুন্দর প্রকাশ

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৩-০৭-২০২১ | ১৭:১৯ |

    পারছি না আর কিছুই হচ্ছে না, তা বলা যাবে না কবি। সবুরে মেওয়া ফলে।
    কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

    GD Star Rating
    loading...