সবুজের দাবী ছেড়ে
শুকনো পাতারা ঝরে পড়ে, নির্লিপ্ত দুপুরে
জীর্ণ নদীর বাঁকে আশ্রয় খোঁজে তৃষিত পানকৌড়ি;
গিরগিটিরা বিচলিত রুক্ষ বালিয়াড়ির বুকে- সেও জানে না
শিকারের মোক্ষম অপেক্ষায়
আড়ি পেতে থাকা ক্ষুধার্ত সরীসৃপের উদ্যত ফণা !
আমি পরিশ্রান্ত, দুঃখের বৃত্তে অনন্ত কালের দহন ভার
অন্তরীণে মৃত্যুর শিস, দু চোখ ঘিরে শুধুই অন্ধকার;
সারা দুপুর পুড়িয়েছে নির্বাক বসন্ত- চিত্তে হাহাকার
তীর্থের কাক ডেকেছে অবিরাম- অশ্রুত শীৎকার!
কোন দিগন্তে ভেসেছে মেঘ
কে দেখেছে আহত কবির বুকের আবেগ?
গোধূলি জানে কি-
রক্তের দাবী ছেড়ে ঝরে পড়েছি আমি
যদিও চাওয়া পাওয়ার হিসেব রয়েছে অনেক বাকী।
দাউদুল ইসলাম।
২/৩/১৭
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
গোধূলি জানে কি-
রক্তের দাবী ছেড়ে ঝরে পড়েছি আমি
যদিও চাওয়া পাওয়ার হিসেব রয়েছে অনেক বাকী।
loading...
অসাধারণ অনুভূতি! সত্যি মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো।
loading...