পতুল

মানুষ হবো বলে সে দিন আমি কবি হতে চাইনি,
আমি চাইনি যে বহুদূর উড়ে এসে প্রজাপতিরা আমার আঙ্গুলের ডগায় আশ্রয় নিক,
তুমিই আমাকে কবিত্ব দিলে, প্রজাপতির আশ্রমের ঢাল বানালে!

তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই।
যে দিন ঝর্না স্নানে সিক্ত হতে হতে নিজের বুকের কপাট উন্মুক্ত করে
পৃথিবীর শ্রেষ্ঠ আলিঙ্গনে আমাকে নিবিষ্ট করেছিলে- আমি সে দিনই পরিপূর্ণ জীবন পেলাম।
বসন্তের স্ফুটিত তাবৎ পুষ্প গুলোয় বিলিয়ে দিয়েছিলাম আজন্ম ভালোবাসা।
তোমার অমর্ত্য চুম্বনে পেয়েছিলাম পরিতৃপ্ত জীবনের স্বাদ, দুনিয়ার মায়া মমতা, কোমলতা
…আর পেয়েছিলাম এক অনবদ্য স্পন্দন !

সেই থেকে তুমিই আমার সব- আমার জীবন, আমার মরণ… স্বপ্ন সাধন
অথচ- আশ্চর্য হলেও সত্য যে-
এই সত্য জানার পর আমি আর তোমার কাছে মানুষ রলাম না “পতুল হয়ে গেলাম”

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৪-২০২১ | ১০:৩৬ |

    যে দিন ঝর্না স্নানে সিক্ত হতে হতে নিজের বুকের কপাট উন্মুক্ত করে
    পৃথিবীর শ্রেষ্ঠ আলিঙ্গনে আমাকে নিবিষ্ট করেছিলে-
    আমি সে দিনই পরিপূর্ণ জীবন পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৯-০৪-২০২১ | ১১:৪০ |

    বাহ চমৎকার লিখেছেন ।
    ভীষণ ভালো লাগলো।

    GD Star Rating
    loading...