শুইয়ে দিও নরম মৃত্তিকার কোলে

167102

আমাকে শুইয়ে দিও নরম মৃত্তিকার কোলে
সেখানে কষ্টরা শীতল, নির্জীব হয়ে লেপটে থাকে চির পঙ্কজলে।
অথবা ভাসিয়ে দিও সাদামাটা কন ভেলায়
নামিয়ে দিও অথৈ সমুদ্রে, দীর্ঘশ্বাসে যার বুক সর্বদা ফুসে থাকে
সুনামির কম্পনে যার অতলে অবিরাম ভাঙ্গা গড়ার খেলা চলে।

তোমার আঁচলে মুছে দিও আমার নিষ্প্রাণ মুখা খানা
আমি জানি, তুমি তখনো রেগে থাকবে
অনুক্ত অভিমানে মুখ ফিরিয়ে রাখবে; মন ভরে দেখবেও না শেষ বারের মত।
তবু বলছি-
আমার শ্বাস রুদ্ধ হবার পর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা চক্ষুদ্বয়
তোমার হাতেই বুজে দিও প্রথম এবং শেষ স্পর্শ করে; যতোই নির্দয় হও
আমার প্রতি যতোই ঘৃণা থাকুক, এই মিনতি রেখো
জীবনের জন্য না হোক মরণের তরে নিয়ে যেতে চাই এই টুকু সুখ!

বিশ্বাস করো
তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই।
আমার বিনিদ্র রজনীর নীরব কান্নায় তোমার দায় ভার নাই!
অশ্রু ভেজা বুকের নরম পিচ্ছিল চাতাল ভেঙ্গে –
তোমার চলে যাওয়া নিয়ে আমার কোন আক্ষেপ নাই!
আমি দেখেছি
কি অনন্য চঞ্চল চপলে
ছন্দ ময় সুর তুলে তুমি হেটে গেছো…… যাচ্ছো
দেখেছি, যাবার আনন্দে উদ্ভাসিত কপোল,ঢেউ জাগা চুলের নৃত্য;
দেখেছি কি অমায়িক স্বস্তিতে স্ফুটিত হাসির রেখা…
এই টুকু সুখ দেখে যাচ্ছি বলে আমি গর্বিত; ধন্য!

চিরময় সবুজ হয়ে তুমি উপভোগ করো জীবনের অনন্ত সুখ
সকালের শিশির তোমাকে সিক্ত করুক গভীর মমতায়
বিকেলের গোধূলি তোমায় পূর্ণ করুক বিনম্র শ্রদ্ধায়;
এর বেশী আমি কি চাইতে পারি?
কি আর দিতে পারি তোমাকে, যখন তুমি উদ্ভাসিত জগত ময় সোনার আলোকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৪-২০২১ | ৭:৩৯ |

    আমাকে শুইয়ে দিও নরম মৃত্তিকার কোলে
    সেখানে কষ্টরা শীতল, নির্জীব হয়ে লেপটে থাকে চির পঙ্কজলে।

    বিকেলের গোধূলি তোমায় পূর্ণ করুক বিনম্র শ্রদ্ধায়;
    এর বেশী আমি কি চাইতে পারি?
    কি আর দিতে পারি তোমাকে, যখন তুমি উদ্ভাসিত জগত ময় সোনার আলোকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফকির আবদুল মালেক : ০১-০৪-২০২১ | ৯:৪৭ |

    ভালো লাগলো এই ছন্দময় দারুণ প্রকাশ।  

    অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০১-০৪-২০২১ | ১০:০৩ |

    বিমুগ্ধ প্রকাশ
    খুব সুন্দর লিখা 

    GD Star Rating
    loading...