এক মুঠো মাটি আলিঙ্গন করি বুকে তুলে
এক মুঠো স্বপ্ন বপন করি হৃদয়ের চাতালে।
সোনা রোদ্দুর উজ্জ্বল সকালে
এক বিন্দু শিশির ছুঁই রুক্ষ আঙ্গুলে;অরণ্যেক প্রহেলিকায়
নির্মল সজীবতায় হেসে উঠে লাল সবুজের পতাকা,
– এই টুকু প্রশান্তির নামই স্বাধীনতা!
এই টুকু ভালোবাসারই কাঙাল বাংলার আমজনতা।
ফাগুনের তপ্ত দুপুরে-
বুকের বোতাম খুলে দাঁড়াই দখিনা বারান্দায়,
নদীর জলে স্নান সেরে ফেরার পথে
রমণীর দল হাসির ছলে ঝেড়ে ফেলে মনের গ্লানি;
স্নিগ্ধ পবিত্রতায় জননীর কোলে ঘুমিয়ে পড়ে নিশ্চিন্ত শিশু
এই টুকু বিশ্বাসের নামই স্বাধীনতা
এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা।
গোধূলি বিকেলে ধরা তলে অপরূপ রঙের বিভা
বিহঙ্গের ডানায় মুক্ত ভালোবাসার উন্মুক্ত প্রভা,
দামাল ছেলের দল নৃত্য করে ঘুড়ি উড়ানো উৎসবে;
এই টুকু সুখের নামই স্বাধীনতা
এই টুকু স্বপ্নেরই কাঙাল বাংলার আমজনতা।
মর্মে মর্মে ধ্বনিত হয় আজানের শাশ্বত সুর
পরম সমর্পণে মূর্ছিত হয় শঙ্খ, কাঁসার বাদ্য মধুর
আত্মার গহীনে নিমগ্ন ধ্যানে উচ্চারিত বুদ্ধের মর্ম বানী
খৃষ্টের স্মরণে উদ্বেলিত হৃদয় আঁকে মমতার বেষ্টনী
এই টুকু উদারতার নামই স্বাধীনতা
এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা।
loading...
loading...
আত্মার গহীনে নিমগ্ন ধ্যানে উচ্চারিত বুদ্ধের মর্ম বানী
খৃষ্টের স্মরণে উদ্বেলিত হৃদয় আঁকে মমতার বেষ্টনী
এই টুকু উদারতার নামই স্বাধীনতা
এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা।
loading...
সুদীপ্ত শব্দ অলংকরণে উপস্থাপন
loading...