গান শুনে যান, (বা)গান দেখে যান
যদি না, গেয়ে উঠে অন্তরের তানপুরা
বুঝবেন,
পাতা হয়নি কান, দৃষ্টির নিশানা !…
অথবা,
তা – গান নয়, হয়তো কোন স্লো গান
এই সমাজে
পায়নি যে- তিল পরিমাণ স্থান!
যে বিদ্রোহী, দাবী তুলে জ্বলেনি দাবানলে
কান্তার নির্বাণে পুড়েছে সে নিজে;
দেখাতে যায়নি ক্ষত
নিভৃতে গলেছে অশ্রু, ডুবেছে, রক্তে…, পুঁজে,
যার অর্থ-
সে পোড়া প্রাণ, সঞ্চারিত, অন্তস্থ উদ্যানে,
যেখানে
মরতে মরতে উচ্চারিত হয়েছিলো-
বিরান শিল্পের কান্না, শেষ নৈবদ্যের সমর্পণে!…
তবু
গান হয়, (বা)গান হয়, এবং স্লো…গান…
যেভাবে জয়ের প্রয়োজনে হারে কেউ,
যেভাবে নির্বিচারে মরে নদী, জলাশয়, মাঝ দরিয়ার ঢেউ!
যে বাঁচে সে নাচে
নাচেন নইলে নাচান, আপনি চান বা না চান
তার জয়োগান শোনবেন নতুবা শোনাবেন…
মনে রাখবেন- সবসময়
পৃথিবীর আনাচে কানাচে জেগে রয় বেওয়ারিশ কুকুরের ঘেউ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রতীকি শব্দানুভূতির লিখাটি বেশ আকর্ষণীয় মনে হলো। শুভেচ্ছা নেবেন প্রিয় কবি।
loading...
বেশ ভাবনাময়
loading...
দারুণ, পাঠে মুগ্ধতা রেখে গেলাম
loading...