অর্ঘ উৎসর্গীত তোমার নামে

15621757_143808_n

তুমি বা তোমার স্বত্তা সে দিনেই মারা গেছে
যে দিন ভাদ্রমাসি কুকুরের মত কুঁই কুঁই করে
নির্লজ্জ প্রথায় ধর্না দিয়েছ প্রাক্তন প্রেমিকের কাছে।
বিধ্বস্ত চিত্তে যেখান থেকে তোমাকে প্রথম উদ্ধার করি-
পোড়া বাড়ীর পিছে
জং ধরা পরিত্যক্ত গাড়ীতে
আজো পড়ে আছে তোমার ছেঁড়া শাড়ী, ভাঙ্গা চুড়ি!

আলো আঁধারির ছায়া জুড়ে আজো লেপ্টে আছে
তোমার কুজো শরীর! যেমন টি তোমাকে আবিস্কার করেছিলাম
বেদনা লুব্ধ হামগুড়ি থেকে শিরদাড় সোজা করে দাঁড়ানোর জন্য-
ভাবিনি-
ভাবিনি তুমি পূনর্বার পেতে চাইবে ডমুর ফুলের স্বাদ!
বারংবার হোঁচট খাওয়া অলীক অহংকারে ডুবে যাবে,
হতে চাইবে ফের বিনগ্ন সহবতের জৈববাদী উন্মাদ !

শঙ্খধ্বনির পবিত্র আহ্বানে
সমুদ্র তটের নিস্পাপ বাতাসে বুক ভরা নিশ্বাস নিতে নিতে
আত্মিক পদাবলীর যে কবিতা নির্মিত হয়েছিলো-
তুমি জানতে সেই অর্ঘ উৎসর্গীত তোমার নামে;
অথচ একবার ও কাঁপলোনা সেই হাত, যে হাতে
শিশির প্রাতে
ভেজা ঘাস ফুলের আমূল বিশ্বাস ভেঙ্গে চূর্ণ করতে!

আমি বরাবরই নিভৃতচারী মানুষ!
কর্তৃত্ব কিংবা বাহাবা পাবার তাড়না আমাকে কোনদিন স্পর্শ করেনি।
ক্ষুধামত্ত শকুনের মত তোমাকে খামচে ধরে রাখার চিন্তা ছিলোনা কভু!
বড় জোর হতে চেয়েছি- মদিরাক্ষী বিচরনে জোছনা রাতের সহচর
পূর্ণীমা মোহনে প্রভু ভক্তি কবিতা অথবা গানে
চাইলে সৃষ্টি হতো অবিশ্রান্তির যুগলনৃত্য!
তোমাকে পাবার বা হারাবার মাঝে অমর হতে পারতো এই টুকু সত্য।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-১২-২০২০ | ২০:১৫ |

    মদিরাক্ষী বিচরনে জোছনা রাতের সহচর
    পূর্ণীমা মোহনে প্রভু ভক্তি কবিতা অথবা গানে
    চাইলে সৃষ্টি হতো অবিশ্রান্তির যুগলনৃত্য!
    তোমাকে পাবার বা হারাবার মাঝে অমর হতে পারতো এই টুকু সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৮-১২-২০২০ | ২০:৪৬ |

     সৌন্দর্যময় কথামালা ।

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৯-১২-২০২০ | ৯:২৪ |

    আমি বরাবরই নিভৃতচারী মানুষ!

    কর্তৃত্ব কিংবা বাহাবা পাবার তাড়না আমাকে কোনদিন স্পর্শ করেনি।

    ক্ষুধামত্ত শকুনের মত তোমাকে খামচে ধরে রাখার চিন্তা ছিলোনা কভু! 

    এমনই হোক প্রতিটি মানুষের মনোভাব! 

    শুভকামনা থাকলো। 

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ১৯-১২-২০২০ | ১০:১৫ |

    বেশ ভাবনাময় কবি দা

    GD Star Rating
    loading...
  5. জাহাঙ্গীর আলম অপূর্ব : ১৯-১২-২০২০ | ১০:১৭ |

    অপূর্ব শব্দমালায় রচিত হয়েছে

    বেশ ভালো লাগল পড়ে 

    শুভকামনা রইল 

    GD Star Rating
    loading...