মানুষ হওন, অনন্য মানুষ ...

মানুষের ঘরে জন্মেছি বলে মানুষ!
কুকুরের ঘরে জন্মালে কুকুর হতাম; আল্লাহতাহলা তো পৃথিবীর সকল রুহ একিই সাথে সৃষ্টি করেছিলেন। এটা তো আমাদের সৌভাগ্য আমরা মানুষ হয়ে জন্মেছি।
হ্যাঁ তার মধ্য বেশ কিছু মহা সৌভাগ্যবান আর কিছু হতভাগ্য ভাগ করে দিয়েছেন।
কেউ কালো কেউ সাদা
কেউ সুন্দর কেউ কুৎসিত
কেই পরিপূর্ণ কেউবা বিকলাঙ্গ; আবার কেউ জন্মেই সোনার চামচ মুখে পেয়েছেন
আর কেউ কিছুই না! কিন্তু সর্বোপরি সবাই মানুষ
আল্লাহর চোখে সবিই সুন্দর সবিই সমান, তিনি যাকে যেমন খুশি সৃষ্টি করেছেন, যাকে খুশি সম্মানিত করেছেন; যাকে ইচ্ছে বে হিসেব রিজিক দিয়েছেন।
আপনি সুন্দর
রূপসী, ধনী, কিংবা আপনার অনেক ক্ষমতা
অথবা আপনি অনেক জ্ঞানী, অনেক কিছু বুঝেন। চোখের ইশারায় অন্যকে বশ করে ফেলেন
যাকে ইচ্ছা আপনা যাকে ইচ্ছা পর করে দেন।
ইচ্ছে করলে বুকে তুলে নেন
আবার ইচ্ছা করলে লাথি মেরে ছুড়ে ফেলছেন;
আপনি যা বলছেন তা সবার উপরে, তার উপরে কিছু থাকলে সেটা মিথ্যা বলে নাক কুঁচকাচ্ছেন।
নিজেকে বিশাল শক্তি ধর
কিংবা অশেষ ক্ষমতাবান মনে করে এই যে আপনিও যাচ্ছে তা করে যাচ্ছেন, আপনি কি জানেন?
আপনার এই দাম্ভিকতায় এই অহমিকায় কত প্রাণ নিঃস্ব হচ্ছে?
জানেন যদিও
তবু না জানার ভান করছেন। উল্টা উপহাস করছেন তার নিঃস্বতা নিয়ে।
কেন আপনার এত ক্ষমতা এতো দাম্ভিকতা?
আল্লাহ আপনাকে সব দিয়েছেন বলেই? না কি আপনি আল্লাহ কে অস্বীকার করবেন?
করতেই পারেন!
কিন্তু নিজেকে মানুষ দাবী করা যাবেনা আর
হয় নিজেকে খোদা ঘোষণা করতে হবে নাইলে এক আল্লাহর দেয়া ক্ষমতা রিজিক আর রূপ গুনের শোকরিয়া আদায় করতে হবে।
এই শোকরিয়া আবার মুখে বলে আদায় করলে হবেনা
হয়না
শোকরিয়া আদায়ের জন্য আপনাকে কাজ করতে হবে, বিনয়ী আর প্রেমময় হতে হবে। আরেক জন কে
শোকরিয়ার রাস্তায় আনার চেষ্টা করতে হবে।
কারণ আপনি ধনী বলে মানুষ
আমি হত দরিদ্র বলে অমানুষ না।
আপনি আরাম আয়েশের জীবন ভোগ করছেন বলে অন্যের কষ্ট, অন্যের অভাব, দুঃখ, কিংবা অন্যের মন বুঝতে না পারলে আপনার কোন দোষ নাই
কিন্তু আপনি যখন সব বুঝার ভান করেন আর সত্য অস্বীকার করেন, মিথ্যাকে চাপিয়ে দেন তখন আপনার মনে রাখা উচিত আপনি যার সাথে এসব করছেন সেও মানুষ।
তারও জীবন আছে
ঈমান আছে
ধর্ম আছে
মন আছে
তারও স্বপ্ন আছে
আছে কোন না কোন আদর্শ।
আপনি জান না হয়তো-
আপনি যে বিষয় টা কে জুতার ধুলো মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করছেন।
অন্যের কাছে সেই ধুলো পাক মাটির আশীর্বাদ।
আপনি কিছুই ভাবছেন না
ভাবতে হচ্ছে না
কারণ আপনার আছে, অনেক আছে
কিন্তু যার বালির প্রাসাদ ভেঙ্গে দিলেন তার হয়তো কার কিছুই ছিলো না
সেই বালির প্রাসাদই তার কাছে শ্রেষ্ঠ সম্বল হয়তো।
হতে পারে জীবন আপনার কাছে ফেসবুকের স্ট্যাটাস এর মত। যখন খুশি পোষ্ট দিলেন আবার ডিলিট করে ফেল্লেন।
আর সব কিছুর মত আপনি আপনার কর্ম কে সেরা মনে করছেন
ঠিক আছে
কিন্তু অন্যের টা নগণ্য ভাবছেন কেন?
এসব অহমিকায় গড়া মানুষ আমরা-
নিজে হাসি বলে অন্যের কান্না কে উপহাস করতে পছন্দ করি।
কিন্তু আমরা জানি না সে কান্নাই তার সুখ।
তার আনন্দ।
তার বেঁচে থাকা!!

স্রষ্টা আমাদের অন্য সব সৃষ্টির মতো সৃষ্টি করেন নি, আমাদের মেধা দিয়েছেন ভাল মন্দ বাছ বিচারের জন্য বিবেক দিয়েছেন।
অন্যের সুখে সুখী
অন্যের দুঃখে দুঃখী হবার জন্য একটা মন দিয়েছেন
এই মন টাই আমাদের চালিকা শক্তি
আর ব্রেন বা মেধা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু, যার ধর্ম হচ্ছে মালিকের জন্য মালিকের মঙ্গলের জন্য কাজ করা।
কিন্তু তার জন্য আমাদের মেধাকে কাজে লাগানো শিখতে হবে
মেধাকে ভালো ভালো চিন্তা দিতে হবে কাজ দিতে হবে, যে যতো বেশী ভালো চিন্তা ইতিবাচক চিন্তা করবে মেধা ততো বেশী মঙ্গলজনক কাজ করবে।
আর সে ততো বেশী সফল হবে!
আমাদের জাতীয় অধ্যাপক আবদুল্লা আবু সাঈদের একটি চমৎকার উকি আছে, তিনি বলেন “মানুষ তার স্বপ্নের সমান বড়”
এই স্বপ্ন নির্মাণে আমাদের মন আর মেধার সঠিক সমন্বয় করতে হবে।
মেধা মননে অনন্য হতে পারলেই একজন মানুষ নিজেকে অনন্য মানুষের পর্যায়ে নিয়ে যেতে পারে।
আর একজন অনন্য মানুষ একটি সমাজের জন্য, জাতির জন্য, দেশ তথা সমগ্র সৃষ্টিকুলের জন্য আশীর্বাদ।।

সুতরাং মানুষ হওন। অনন্য মানুষ।।

দাউদুল ইসলাম

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৮-২০২০ | ২০:৩০ |

    ঠিক তাই স্যার দাউদুল ইসলাম।

    একজন অনন্য মানুষ একটি সমাজের জন্য, জাতির জন্য, দেশ তথা সমগ্র সৃষ্টিকুলের জন্য আশীর্বাদ। সুতরাং মানুষ হওন। অনন্য মানুষ।। ___ এমনটাই চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৯-০৮-২০২০ | ২০:৫৪ |

     পুরো না পড়লে মন তৃপ্ত হয় না । ভাব বুঝা যায় না l 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২০-০৮-২০২০ | ৯:৪৬ |

    অন্যরকম মনে হলো কবি দা

    GD Star Rating
    loading...