মঞ্জিলে তুমি ছিলে

আমাকে আটকাতে পারেনি
আটকাতে পারেনি ঘিরে আসা ঝড়ো অন্ধকার
হাওয়ার উন্মাতাল,কিংবা বৃষ্টির তীক্ষ্ণ ধার!
যখন দিগ্বিদিক ছুটেছিলো গৃহপালিত পশুর পাল
যখন ঘরে ফেরার চটপট কৃষাণীর দু চোখ খুঁজে পায়নি তাল
আমি তখন পা বাড়ালাম
মাথায় তুলে নিলাম রাজ্যের মাতাল ভালোবাসা
ছুটে চললাম
ছুটে চললাম লক্ষ্যে-পাণে
কারণ; মঞ্জিলে তুমি ছিলে! আপেক্ষিক নয়নে
সময়ের অণু গুনে গুনে
প্রেম-মগ্ন অঞ্জলিতে বুনেছিলে গুঞ্জরিত মৌমাছির নিবাস!
গতকাল যখন গিয়েছিলে নীল নদের পাঁজরে
নীল জলে খুঁজেছিলে হেমচূর্ন রোদ্রের চুম্বন-
জানি কিসের অন্বেষণে
কিসের আকর্ষণে থেমেছিলে নিস্ফলক নয়নে;
কারণ মঞ্জিলে আমি ছিলেম সুবর্ণ আহ্বানে…
মঞ্জিলে তুমি ছিলে
তুমি আছো অভ্রষ্ট লক্ষ্যের সতত বিশ্বাসে
আমি হয়ে যাই অরোধ্য অবলীলায়
পৃথিবীর সীমান্তে যে সমুদ্র নিংড়ে দিচ্ছে গর্জনরত তরঙ্গ
অনন্তের প্রতীক্ষায় যে মরু-প্রান্তর ছাড়ছে রুক্ষ্ণ শ্বাস
আমি সেই নিবিড় আবেদন অনুভব করি
কারণ মঞ্জিলে তুমি ছিলে
তুমি আছো
থাকবে…।।

মঞ্জিলে তুমি ছিলে //দাউদুল ইসলাম

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৭-২০২০ | ২০:০৮ |

    ভালোবাসা এবং প্রেম চিরন্তন। কথা ও কাব্যে এই চিরন্তনী অনুভবই ফুটে উঠেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৬-০৭-২০২০ | ০:৫২ |

    অকৃত্রিম ভালোবাসা কোন কিছুই মানে না। 

    GD Star Rating
    loading...
  3. ফকির আবদুল মালেক : ১৬-০৭-২০২০ | ৪:০৯ |

    সালাম জানবেন প্রিয় কবি। 

    আপনার কবিতা বরাবর আমাকে মুগ্ধ করে, এ কবিতাটিও তাই। শব্দ চয়নে অসাধারণ হয়ে উঠছেন আপনি।  বেশ ভালো লাগলো। 

    শুভকামনা।              

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ১৬-০৭-২০২০ | ১১:০৪ |

    নীল জলে খুঁজেছিলে হেমচূর্ন রোদ্রের চুম্বন———-চমৎকার কবি দা

    GD Star Rating
    loading...