আমার চাই সুশ্রী পৃথিবী

আদর্শচ্যুত রাজনীতির পার্থিব মোহ আমাকে কখনো বাঁধতে পারেনি।
বাঁধতে পারেনি ক্ষমতায়ন কিংবা বাহবার আবহ, সমীহ সংস্কৃতির
অন্ধত্ব আমাকে আটকাতে পারেনি বলেই আমি দেখতে পাই-
দেখতে পাই তা, যা তোমরা দেখতে অক্ষম
শুনতে পাই তা। যা তোমারা শুনতে অক্ষম
বলতে পারি তা, যা তোমারা বলতে গেলে রুদ্ধ হয়ে আসবে কণ্ঠ!
আমি চাইনি আমার স্থান হোক মঞ্চায়নের অকাট্য নাট্য চিত্রে-
আমি প্রখর রোদ্দুর জ্বালা ময়ী পতাকা; মান চিত্র আঁকা
পটভূমির সুদূর দৃষ্টি!
আমি সৃষ্টি, মুক্ত বাতাস
বিশ্বাসের বিস্ময় আমি সর্বগ্রাসীর সর্বনাশ।
আমি অবিশ্রান্তির ধারা, আপন উচ্ছ্বাসে ছুটেছি জন্মাদর্শে
সীমা পরিসীমা ছাড়িয়ে পৌঁছেছি একা যুগের শীর্ষে!

তোমাদের মঞ্চায়নে আজো মিটেনি রক্তের দাবী
মিটেনি ক্ষুধা, দ্বিধা নির্দ্বিধার তৃষ্ণা নিবারণে তোমরা আজো উন্মত্ত!
আমাকে ওসব কঙ্কালসার চরিত্রে আমি বরাবরই বে-মানান!
রোজ রোজ মন্ত্রমুগ্ধের মত বশীকরণ প্রলাপ নামা আওড়াতে
আমি নিতান্তই অপরায়গ
সুতরাং পতাকার মাথা খেয়ে আমি পারবো না নগ্ন ঝাণ্ডা নিয়ে
দৌড়াতে নেড়িকুত্তার পিছু পিছু…

আমার চাই সুশ্রী পৃথিবী
যেখানে পদ্যময় উদার জীবন। যেখানে সীমানার সীমান্ত নাই
প্রশান্ত আকাশের মত নীল নীলিমায় চেয়ে যায় অনন্ত স্বাধীনতা,
ধর্মের গোঁয়ার্তুমি নাই
মর্মবোধের , মূল্য বোধের নানান ফুলে- নানান বর্ণে স্ফুটিত মানবতা;
আমি তারই প্রজাপতি হতে চাই!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. গোলাম কিবরিয়া সৌখিন : ১৩-০৬-২০২০ | ১১:২০ |

    চমৎকার লাগলো

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৩-০৬-২০২০ | ১১:৩১ |

    মর্মবোধের , মূল্য বোধের নানান ফুলে- নানান বর্ণে স্ফুটিত মানবতা;
    আমি তারই প্রজাপতি হতে চাই! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১৩-০৬-২০২০ | ১৪:২৪ |

     সুলিখিত, সুবচন । 

    GD Star Rating
    loading...
  4. এস কে দোয়েল : ১৮-০৬-২০২০ | ২১:১৯ |

    কবির প্রত্যাশা পূরণ হোক। আমরাও চাই।

     

    অনুপম রচনা। ভালোবাসা রইলো প্রিয় দাউদ ভাই।

    GD Star Rating
    loading...
  5. Rako Hasan : ২০-০৬-২০২০ | ১:৫৮ |

    এই ব্লগে প্রথম কোন লেখা পড়লাম। আপনার কবিতার মাধ্যমেই হতে যাচ্ছে আমার প্রথম মন্তব্য শব্দনীড়ে।

    প্রথম স্তবকের প্রথম অংশটি বেশি ভালো লাগলো। মাঝখানে নজরুলের প্রভাব মনে আসলো। কবিতার শেষে যে কামনা করেছেন তা বিশ্ব নাগরিকের পরিচয় বহন করবে। কবিরা তো এমনই হয়! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif ভালো লাগছে আপনার কবিতা । 

    6/10

    GD Star Rating
    loading...