ক্রমশ ধাবিত হচ্ছি
তোমার আনত চোখের নীলে
আশ্চর্যজনক ভাবে বিদ্ধ হচ্ছি
মৃণ্ময়ী বুকের খোলে!..
দূর্বীনিত ঘূর্ণিপাকে গুলিয়ে যাচ্ছি
প্রবল বেগে-
অনিরুদ্ধ আগুনের লেলিহান শিখা,
অলীক টানে ছুটে যাচ্ছি….
কিন্নরী কণ্ঠে শুনি দৈববাণী-
বুঝিনি মৃদুস্বরে তুমি গেয়েছিলে জীবনের গান খানি।কানে কানে
শ্রুতির অনুরণনে গুঞ্জন করে একটি শব্দ
বাঁচতে দাও…
বাঁচতে দাও…
প্রাণপণ বাঁচার জন্য ক্রমশ সিক্ত হচ্ছি,
জব্দ হচ্ছি অশ্রু জলে।
আঁকড়ে ধরে আছি খড় কুড়ো, দহনের অনলে রক্ত টগবগ বাঁচতে দাও -দেবী হে
অবনির্মিত করো তোমার দীঘল চোখের সমস্ত অনুশাসন;
প্রমিত করো ভাষার উচ্চারণ-
আদরে আবদারে আমাকে আহ্লাদী করে রাখো সমগ্র জীবন…
তোমাতে নির্মাণ করো চিরতরের সুড়ঙ্গ পথ …
আমাকে লুকিয়ে রাখো
ঘুচিয়ে রাখো অনন্ত কাল..
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো লাগলো লেখা পড়ে
loading...
লিখাটি অসম্ভব সুন্দর হয়েছে প্রিয় স্যার কবি দাউদুল ইসলাম। পাঁচ তারকা।
loading...
বেশ ভালো লাগলো
loading...