মাঝে মাঝে ভুলে যাই, বেমালুম ভুলে যাই
পেছনে ফেলে যাই মেঠো পথ, গ্রাম,প্রান্তর…
ঘোরাচ্ছন্ন হেঁটে যাই
নগ্ন পায়; পায়ের নিচে ভেজা ঘাস, কঙ্কর, ঘুমন্ত শহর
সীমানা ফেরিয়ে যাই তটস্থ মেঘের ভেলা ঠেকেছে
যে সমুদ্রের মসৃণ নাভি মূলে
হেলে দুলে অস্তমিত সূর্যের বর্ণালী ঠোঁট ছুঁয়েছ যেই চোয়ালে।
চেতনার উষ্ণতা ভুলে যাই কষ্টের হিমেল ক্লেদের মাখামাখিতে
রহস্যাবৃত বিকেলের বিদীর্ণ চাতালে বিপন্ন-প্রায় শব্দের পদধ্বনি
অন্ধকার রাত হা গিলে কেড়ে নেয় দিনান্তের হাসি, শোণিতের
চিৎকারে একা আমি উন্মাদ!
ভুলে যাই শৌর্য ময় ইতিহাস, বেমালুম ভুলে যাই স্বপ্ন স্বাদ আহ্লাদ!
ভুলে যাই সন্ধ্যা আহ্নিক, মালতীর প্রণত প্রেম
রাগ অনুরাগের দোলাচলে ফেলে যাই নিভৃত আরাধনা
কল্পলোকের সমস্ত বাসনা অবিমৃষ্য লীলায় মর্ষ প্রায়;
উসুলের নিবিড় সহর্ষ কামনায় ভুলে যাই জীবনের দায়।
অবিমৃষ্য লীলায় // দাউদুল ইসলাম
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুবই ভালো লাগলো।
loading...
চিৎকারে একা আমি উন্মাদ!
ভুলে যাই শৌর্য ময় ইতিহাস, বেমালুম ভুলে যাই স্বপ্ন স্বাদ আহ্লাদ!
___ অসাধারণ কথা কাব্য ভার। অভিনন্দন প্রিয় স্যার মি. দাউদুল ইসলাম।
loading...
অসাধারণ কবি দা
loading...