বলেছিলাম অপেক্ষায় থাকবো
শিশিরের নির্মল স্নিগ্ধতা মাথায় নিয়ে আমি অপেক্ষায় আছি
আমি অপেক্ষায় আছি হিমেল রাতের নীলাভ উষ্ণতা নিয়ে
অপেক্ষায় আছি প্রত্যুষের নিরঙ্কুশ পবিত্রতা নিয়ে
অপেক্ষা –
বলেছিলাম অপেক্ষায় থাকবো
প্রভাতের প্রথম আলোর বহ্নিশিখা হাতে একরাশ হাসির মুগ্ধতা নিয়ে
আমি অপেক্ষায় আছি দুনিয়ার তাবত কোমলতা বুকের কোঠরে গেঁথে
মেতে আছি অপেক্ষার এক একটি বর্ণীল সুবাসিত মর্মর মুহুর্তের সাথে
অনন্ত পথের জীবন্ত চপল চঞ্চলতায়
আমি অপেক্ষায় আছি তোমার কুসুমিত হাতে হাত রাখতে
তোমার প্রজ্ব্বলিত রূপের মহিমায় জ্বালাতে ভালোবাসার দ্বীপ
অপেক্ষায় আছি…
বলেছিলাম অপেক্ষায় থাকবো
বলেছিলাম তোমারই থাকবো
বৈশাখের কাল ঝড়ে যদি লণ্ডভণ্ড হয় সভ্যতা
যদি উত্তাল সমুদ্রের ঢেউর তোড়ে খণ্ড বিখণ্ড হয় সমস্ত মানবতা
আমি অটুট থাকবো
তবুও আমি তোমারই থাকবো-
আমি তোমারই থাকবো
যুগের আগ্রাসনে যদি সাম্রাজ্যবাদের দখলে চলে যায় পৃথিবীর সমস্ত ভালোবাসা
মন বেচা কেনার হাটে যদি বাকী থাকে একটি মন
যেনে রেখো তোমারই তা অর্জন
তোমারই অপেক্ষায় ধুলিস্ম্যাত হবে সকল নিস্প্রেমের তর্জন গর্জন।
.
বলেছিলাম অপেক্ষায় থাকবো// দাউদুল ইসলাম
loading...
loading...
একটি বর্ণীল সুবাসিত মর্মর মুহুর্তের সাথে অনন্ত পথের জীবন্ত চপল চঞ্চলতা … অসামান্য ভাবে কবিতার ভাব উজ্জ্বল রাখতে পেরেছেন মনে করি। অভিনন্দন প্রিয় স্যার।
loading...
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় স্যার …শুভ সন্ধ্য।।
loading...
সাবলীল উপস্থাপন । ভালো থাকুন। আর লিখুন।
loading...
শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম প্রিয়… শুভ সন্ধ্যা
loading...