না আজ আর কোন সংকোচ নাই, দ্বিধা নাই
এবার পৃথিবীকে জানিয়ে দিতে চাই- তোমার আমার প্রেমের সাত কাহন।
দুনিয়ার শ্রেষ্ঠ কবিতা খানি রচিত হয়েছিল তখন-
যখন আমার চোখের পাতায়- তোমার হিজল পরাগ ঠোঁটে দিয়েছো চুম্বন!
পৃথিবীকে জানিয়ে দিতে চাই
একদিন যেই বুকে নীল মৃত্যু জেঁকে বসেছিল হিমালয়ের সমস্ত শীতলতায়
তোমার বুকের তাবৎ উষ্ণতায় ফিরে পেয়েছিলাম আমার নতুন জীবন।
পূর্বাহ্ণের লালিমা ছুঁইয়ে যেই সকাল উপহার দেয় প্রভাবরি হাসি
পৃথিবী জানুক সে সকাল নয়, আমারই প্রেয়সী
ঘাস ফুলের ওষ্ঠ ছুঁইয়ে থাকা শিশিরের হীরক বিন্দু , উদাসী
প্রজাপতির মুখে প্রবিষ্ট মধু; সে তো আর কিছুই নয়
আমারই প্রাণ বন্ধু; জনম জনমের প্রেম পিয়াসি সুন্দরী তমা।
পাখিরা জানতো যদি পূর্ণিমা অভিসারী খরস্রোতা নদী- নদী নয়
এ আমারই অনুপমা, জোছনা মোহন রাতে
রূপালী মাছের মত যুগল সাতার কাটতে কাটতে
জলকেলিতে আমরাই জাগাই মিতালী সংগীত; পৃথিবীর পরতে পরতে
ছড়িয়ে পড়া রোমাঞ্চিত সুর। দূর বহুদূরে সঙ্গমরত কবুতরের বাক বাকুম,
কুসুম সুখে নিমজ্জিত নবদম্পতির স্বপ্নের বাসর,
এ সবই আমাদের প্রেমের উত্তরোত্তর অনুরণন, আমাদের অনুপ্রাণন।
আজ আর কোন জড়তা নাই, বাঁধা নাই
অনির্বাণ শিখার ফুল্কি ধারার মতন-
প্রকাশ্যে উন্মোচন হোক তোমার আমার প্রেমের সাত কাহন।
জীবনের গচ্ছিত গুপ্ত ধনের মত পরম যৌবন লুণ্ঠিত হয়েছিল তোমার মদিরা চোখে,
শোণিতের স্পন্দিত গোপন পদাবলী রচিত হয়েছিল আমাদের আলিঙ্গনাবদ্ধ বুকে;
পৃথিবী জানুক-
সে দিন থেকে আমার আমাকে খুঁজে পাওয়া হয়নি আর
কেবল তোমাকেই স্থাপন করে গেছি ধ্রুব তারার মতন… প্রজ্বলিত দুর্নিবার!
loading...
loading...
আজ আর কোন জড়তা নাই, বাঁধা নাই
অনির্বাণ শিখার ফুল্কি ধারার মতন-
প্রকাশ্যে উন্মোচন হোক তোমার আমার প্রেমের সাত কাহন।
চমৎকার
loading...
ধন্যবাদ প্রিয় ❣️❣️
loading...
আজ আর কোন জড়তা নাই, বাঁধা নাই
অনির্বাণ শিখার ফুল্কি ধারার মতন-
প্রকাশ্যে উন্মোচন হোক তোমার আমার প্রেমের সাত কাহন।
ব্রাভো স্যার।
loading...
সালাম ও শুভেচ্ছা জানবেন স্যার।দোয়ায় স্মরণ রাখবেন ❣️❣️
loading...