বলো কি চাও
চন্দন না শিউলি
বেলি না চামেলি
নিঃসংকোচে বলো
উড়তে চাও না বসতে
উড়লে দেব বুক
বসলে দেব কোল
হাসলে ছন্দ
গাইলে সুর, নাচলে দেব ঘঙ্গূর।
হাওয়ার দোল
বৃক্ষের স্পন্দিত আমূল ঘ্রাণ
বলো কি চাও?
জলে ভরা নদী নাকি
মোহনার সুপ্রীত মিলন
জোয়ার না তরঙ্গ
ঝর্না ঝরা সতত অরণ্য
নাকি যৌবন ভরা জ্যোৎস্না;
নিশীথ তিথির
হে কুসুম অতিথি
কি দেব তোমায়
বলো কি চাও
শারদ শরত কাশের ওম
তোমায় পাড়াবো ঘুম
সুবাসিত বাতাসের দোলায়
দেব সহস্র চুম।
আখির পাতায়
কপোলের নরম খাতায়
আঁকিব রঞ্জন চিত্র
পরম সোহাগে
মরমি আবেগে
ভরে-দেব তৃষিত পাত্র।
.
২৭/১০/১৩ সালের লিখা একটি কবিতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আঁখির পাতায় কপোলের নরম খাতায় আঁকিব রঞ্জন চিত্র
পরম সোহাগে মরমি আবেগে ভরে-দেব তৃষিত পাত্র।
loading...
সুন্দর কবি কবি দাউদ ভাই। কবিতাটির সাথে ইতিপূর্বে দেখা হয়েছিলো কিনা মনে করতে পারছি না।
loading...
ভালো লাগলো ….
loading...
সুন্দর হয়েছে কবিতাটি কবি ভাই।
loading...
যা চায় দিয়ে দিন কবি দাউদ ভাই।
loading...
শুভেচ্ছা।
loading...