আজ বিশ্ব কবিতা দিবস

কবিতা ও প্রত্যয়

শত শতাব্দীর স্মৃতির মত প্রাণের কোঠরে আঁকড়ে রাখি জীবন বাক্য
হৃদয়গ্রাহী শব্দের নৈবদ্য, যৌবনের আধিক্য স্মর লুকিয়ে রাখি-
অজস্র কবিতার ভেতর; অক্ষরের পর অক্ষর সাজিয়ে আঁকি প্রত্যক্ষ স্বপন
শব্দের পাশে শব্দ স্থাপন করে গড়ে তুলি একান্ত সাম্রাজ্য… নিভৃত জীবন।
দিন -রাত এক করে ডুবে থাকি যেই অতল গহ্বরে
বসন্তের দাবী ছেড়ে বিগত জীবন কেটে গেছে কবিতার ঘোরে …..
জানতে পারতে যদি-
কোন এক নির্লিপ্ত প্রহরে পৃথিবীর পাঁজরে প্রবিষ্ট হতে হতে
তোমাদের অগোচরে বয়ে চলছে পৃথিবীর সবচেয়ে তীব্র খরস্রোতা নদী!
অথচ, আমি কোন জাত কবি নই; যদিও
চেতনার মর্মরে একটি অধরা সত্ত্বা ক্রমাগত খচ খচ করে চলে
কখনো বর্ণ মালার আদলে- কখনো পল্লবিত ছন্দের তালে, কখনো বা নীরব অশ্রু জলে…
আমার কবিতারা পড়ে থাকে মলাট বাধা ডায়েরীর পাতায়
পড়ে থাকে বেনামী ফুলের মত নৈশব্দের প্রান্তরে…
এই কবিতারাই একদিন জেগে উঠবে… দুরন্ত হয়ে ছুটবে
এই কবিতারাই একদিন পৌঁছে যাবে বাংলা একাডেমীর প্রাঙ্গণে, টি এস সি’র চত্বরে
পৌঁছে যাবে একুশের প্রভাত ফেরীর দীর্ঘ স্রোতে, আবৃত্তির মঞ্চে
শ্লোগান হয়ে মিশে যাবে তারুণ্যের কণ্ঠে, জড়ো প্রপাতে…
পৌঁছে যাবে লাঙ্গলে -জোয়ালে; কৃষকের হাতে ঘামের জোয়ারে
অভাগা জীবনের ক্রন্দন থামাতে একদিন এরাই হবে স্পন্দন;
শিশুর ঘুম, কিশোরের রুমঝুম… এই কবিতারাই হবে যৌবনের অগ্নিহার!
প্রেমের সঙ্গোপনে, খুনসুটি আলাপনে
রাগে- অনুরাগ , মান -অভিমানে কবিতাই ভাঙবে সমস্ত জড়তা;
জ্ঞানে বিজ্ঞানে সত্যের অবগাহনে –
ধর্মান্ধতা কাটিয়ে এই কবিতারাই রুখে দেবে সমস্ত সাম্প্রদায়িকতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৩-২০১৯ | ১১:১৩ |

    'রাগে- অনুরাগ, মান -অভিমানে কবিতাই ভাঙবে সমস্ত জড়তা;
    জ্ঞানে বিজ্ঞানে সত্যের অবগাহনে –
    ধর্মান্ধতা কাটিয়ে এই কবিতারাই রুখে দেবে সমস্ত সাম্প্রদায়িকতা।'

    কবিতার জয় হোক। ধন্যবাদ প্রিয় স্যার। সালাম গ্রহণ করুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২২-০৩-২০১৯ | ১১:১৮ |

    শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় কবি দাউদ দা। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২২-০৩-২০১৯ | ১২:৩৩ |

    স্মৃতির মত প্রাণের কোঠরে আঁকড়ে রাখি জীবন বাক্যে হৃদয়গ্রাহী শব্দের নৈবদ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...