কবিতারা
একেক টি কবিতা খেয়েছে আমার একেকটি রাত, একেকটি দিন, এমনও অনেক হয়েছে রাত শেষ কবিতা কিন্তু অধরা, আবার এমনও অনেক দিন গিয়েছে – বেশ কবিতা আসছে… কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে অথচ লিখা ছেড়ে উঠা গেল না,
কত বড় বড় অপার, অপরচুনিটি এলো গেলো ভেতরকার কবি সত্বার বাধায় গ্রহণ করিনি..
এখনো প্রতি অহোরাত্র অপেক্ষার ধু ধু পথে হাত পেতে রাখা.. যদি কবিতা আসে,
যদি এসে ফিরে যায়…
কিন্তু কি হবে?
এত সব লিখায়, যাদের আমি এত কবিতা কবিতা বলছি আসলে কি সেগুলো কবিতা?
যদি তাই হয় তবে কবিতার সম্পাদকেরা এসব ছুঁয়েও দেখে না কেন?
অকবিতায় ভরে থাকে সাহিত্য পাতা গুলো, আর পত্রিকার পাঠকেরা অধিকাংশই সেই পেইজ টার ভাজ ও ভাঙে না।
কথা সেটা না
কথা হচ্ছে এই যে লিখতে গিয়ে সারা জীবন ফুতুর করে দিলাম- এখনো যে কাংখিত কবিতা লিখা হয়নি তা জানি, কিন্তু আদৌ কি লিখতে পারব?
এ জীবনে একটি বার ও কি সাক্ষাত পাবো তার?
যেই পঙক্তি মালা. .. যেই শব্দ চয়নের অপেক্ষায় ফেরিয়ে গেলো ১২ আনা জীবন।
জানি এর উত্তর কেউ দিতে পারবে না। আমিও না।
loading...
loading...
উত্তর খোঁজা বৃথা হবে স্যার। এভাবেই না বাকি জীবন গড়িয়ে যাক !! কি বলেন !!
loading...
কবিতা যাকে ছুঁয়েছে তার মুক্তি নেই কবি দা।
loading...
এই আত্মপোলব্ধি একান্ত নিজস্বতা হয়ে থাকবে। কষ্ট বন্টনের সুযোগ নেই কবি দা।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
loading...
জীবন কষ্টকর দাউদ ভাই।
loading...
কবিতা থেকে আমি পালাতে পেরেছি দাউদ ভাই। অনেক ভালো আছি।
loading...