অক্ষয় রয় বেদনার আঘাত
বুকে ধরি
আদর করি
করি মধুর চাষ!
সুখে মরি
দুঃখে মরি
মরি ভঙ্গে বিশ্বাস।
স্বপ্ন দেখি
আশা দেখি
দেখি সুন্দর সকাল!
সূর্য দেখি
চন্দ্র দেখি
দেখি বিদীর্ণ বিকাল।
ফুল আঁকি
নদী আঁকি
আঁকি হিজলের বন!
গ্রীষ্ম আঁকি
বর্ষা আঁকি
আঁকি কাজল কালো নয়ন।
ছড়া লিখি
কবিতা লিখি
লিখি জীবনের গল্প!
সত্য লিখি
মিথ্যা লিখি
লিখি স্বপ্ন, সংকল্প।
শিশির ছুঁই
পাথর ছুঁই
ছুঁই পরানের বোটা!
আগুন ছুঁই
ফাল্গুন ছুঁই
ছুঁই যৌবনের ফোঁটা।
জোয়ার আসে
তুফান আসে
আসে রুক্ষ্ণ অমানিশা!
দুঃখ আসে
কষ্ট আসে
আসেনা ফিরে ভালোবাসা।
অশ্রু ঝরে
পাতা ঝরে
ঝরে হৃদয়ের তাজা রক্ত!
অগ্নি ঝরে
ঘাম ঝরে
ঝরেনা আদর ফুলকিত।
সময় বয়
জীবন বয়
বয়ে চলে শূন্যতার বিষাদ!
মন ক্ষয়
যৌবন ক্ষয়
অক্ষয় রয় বেদনার আঘাত।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার কবিতা প্রিয় কবি স্যার। মুগ্ধতা রাখছি। আশা করবো ভালো আছেন।
loading...
বুকে ধরি আদর করি করি মধুর চাষ!
সুখে মরি দুঃখে মরি মরি ভঙ্গে বিশ্বাস।
বাহ্ কবি দা। গুডলাক ফর ইউ কবি দাউদ ভাই।
loading...
খুব সুন্দর হয়েছে কবি দা। অভিনন্দন।
loading...
অশ্রু ঝরে
পাতা ঝরে
ঝরে হৃদয়ের তাজা রক্ত!
* চমৎকার…
loading...