এখন তুমি কার
জানি
তুমি নির্ভীক তপস্বিনী।
আবার এ-ও জানি-
তুমি অধরা মাধুরী ,
আঁধার চুর্ণকারী
বাল্মীকি; অহংকারী।
জানি
তোমার চুম্বনে স্পন্দিত গোধূলি
আকাশে ভাসে রক্তিম শশী,
সাঁঝের আলিঙ্গনে
জড়ো সড়ো প্রেমিক মন;
যখন তুমি উন্মত্ত তাপসী।
জানি
রূপের সাম্রাজ্যে তুমি একক রাণী,
যেখানে কোন বাঁধা নাই, মানা নাই
দস্যি অথবা দস্যিপনায়!
জানিনা কেবল-
কোন লালসার ছলে,
আমার মত ছাপোষাকে
পুড়েছ ভালোবাসার অনলে।
জানিনা
কি সেই কারণ?
আমার অরন্যক হৃদয় জুড়ে-
করেছো বিচরণ! দুমড়ে-মুচড়ে
করেছো একাকার!
জানিনা
আমার জীবন ছারখার করে
এখন তুমি হয়েছো কার?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ একটি প্রচ্ছদ এবং অসামান্য একটি লিখা। অভিনন্দন প্রিয় স্যার।
loading...
লেখাাটা আমার পছন্দ হয়েছে কবি দা। অভিনন্দন জানালাম।
loading...
আপনার লেখা গুলো ব্লগে এলেই পড়ি, ভালো লাগে যে কজন কবির লেখা তার মধ্যে আপনি একজন, এই কবিতাটিও পড়েছি মন দিয়ে আপনার অন্য লেখার মত এখানে গভীরতা পাইনি, যখন ভোলো কিছু পেতে অভ্যস্থ হয়ে যাই তখন সামান্য বির্বতনে সুখ বঞ্চিত হই।

শুভকামনা থাকলো।

loading...
প্রশ্নের উত্তর সেই দিতে পারবে,,,!
চমৎকার সব শব্দ চয়নে মুগ্ধকর লেখা,,!
অনেক ভালো লাগলো,,!
loading...
অসাধারণ হয়েছে কবি ভাই।
loading...
অপরূপ কবি ভাই।
loading...