মৃত্যুর বিদ্রূপ

মৃত্যুর বিদ্রূপ

অন্ধকার গলিয়ে তেড়ে আসে রক্তের স্রোত
লাশের গলিত দেহ,
তেড়ে আসে নির্মমতার হিংস্র ক্ষোভ
সমস্ত দিন জ্বল জ্বলে রোদ
অদূরে দাঁড়িয়ে আছে ৭১ এর শহীদদের স্মৃতিসৌধ;
অতল গহ্বরে পৌছায়না আলো
কয়েকটি প্রাণ তখনো ঝুলে আছে মৃত্যুর প্রতীক্ষায়…
কেউ নেই কোথাও
বুকের উপর সমস্ত ধ্বংসাবশেষ!
এই মুহূর্তের সবচেয়ে ক্ষুদ্র পৃথিবী এটি
ক্লান্তির বিমূর্ত চোখে জগতের তাবৎ তন্দ্রা
প্রিয়জনের মুখ
সন্তানের নিষ্পাপ হাসি, বাহানা
মুহূর্তেই নিঃশেষ সব! পলকের ভাবনা!!

কানে বাজে যন্ত্রণার আহাজারি
কে…?
কে…… ওখানে……?
মাথা তোলার জায়গা নাই, যেন-
আকাশের মুখ ঢেবে আছে জমিনের বুকে
হাত দুটো ফেঁসে আছে কংক্রিটের ভীমের তলে
মাছিদের ভন ভনে উল্লাস ধ্বনি
ব্যঙ্গ বিদ্রূপে করছে মাছি হয়ে জন্মানোর জয়োধ্বনি!
দুমড়ে মুচড়ে গুলিয়ে উঠে ভেতরটা
আপাদমস্তক বিদীর্ণতার নির্মম রুক্ষ্ণতা।

একটু দূরে
এক জোড়া চোখ ফ্যল ফ্যল করে তাকিয়ে আছে
………….
গুমোট হাওয়ায় কাঁপে চোখের পাপড়ি
শবযাত্রার মিছিলে দিয়েছে সে পাড়ি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. সুজন হোসাইন : ২৪-০৮-২০১৮ | ১৫:৩০ |

    চমৎকার লিখেছেন,,,

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৪-০৮-২০১৮ | ১৬:১৪ |

    আপনার লেখা গুলোতে সব রকমের উপকরণ থাকে। অভিনন্দন কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২৪-০৮-২০১৮ | ২০:১৪ |

    "ক্লান্তির বিমূর্ত চোখে জগতের তাবৎ তন্দ্রায় প্রিয়জনের মুখ
    সন্তানের নিষ্পাপ হাসি, বাহানা … মুহূর্তেই নিঃশেষ সব! পলকের ভাবনা!!"

    দুঃসময়ের স্মৃতিভার আমাদের জাতীয় জীবন থেকে দূর হোক। নন্দিত হোক জীবন।

    GD Star Rating
    loading...
  4. ইলহাম : ২৪-০৮-২০১৮ | ২৩:৪১ |

    অসাধারণ! 

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ২৫-০৮-২০১৮ | ২৩:৪৭ |

    বাব্বাহ।

    GD Star Rating
    loading...