এ খা ন কা র বা র্তা
এখানে
নতুন কোন শব্দ নাই, বাক্য নাই
কিংবা নতুন কোন ছন্দ; আনন্দ অথবা চাকচিক্য
এখানে রোজকার একিই গল্প! একিই সুর একিই ছন্দ
ক্লান্তিহীন
লিখছি
পড়ছি
শুনছি…। ফের ভুলে যাচ্ছি!
থৈ থৈ জল পথের সীমানা ছেড়ে উঠে এসেছে উঠোনে
উঠে এসেছে মাঠের দীর্ঘশ্বাস আর বাউণ্ডুলে কচুরিপানার দল।
বৃষ্টিও এক ঘেয়ে
নিরন্তর কান্নার কোলাহল ঘিরে আছে চারপাশ
অবিশ্রান্তির ঘ্যাঙর ঘ্যাঙর আর স্যাঁত স্যাঁতে; ঈশান কোনে
আবারো জমাট বেঁধেছে কালো মেঘ! ভারী ,গম্ভীর, ভ্রু কুঁচকানো…
এখানে হঠাৎ করেই কেউ হেসে উঠবে না
অথবা, সোনার নুপূরে ঝংকার তুলে হবেন কোন নৃত্য
এখানে সেই পুরনো ইতিহাস! নিত্যদিনের সেই হা হুতাশ;
ঘোমটার আড়াল খুলে জাগবেনা কোন বাল্মীকি মুখ
এই চাতালে পুরনো সেই শ্যাওলা,পিচ্ছিল সেই পথ…অনন্ত অসুখ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ্ কবি দা। মুগ্ধ হলাম। আপনার শব্দ ভাস্বরের প্রতি অকুণ্ঠ সম্মান রাখি।
loading...
থৈ থৈ জল পথের সীমানা ছেড়ে উঠে এসেছে উঠোনে
উঠে এসেছে মাঠের দীর্ঘশ্বাস আর বাউণ্ডুলে কচুরিপানার দল।—-অসাধারণ কবি দা
loading...
ফ্যান্টাসটিক ক্রিয়েশন স্যার। স্যালুট।
loading...
"এখানে সেই পুরনো ইতিহাস! নিত্যদিনের সেই হা হুতাশ;
ঘোমটার আড়াল খুলে জাগবেনা কোন বাল্মীকি মুখ
এই চাতালে পুরনো সেই শ্যাওলা,পিচ্ছিল সেই পথ…অনন্ত অসুখ।"
ভীষণ ভালো লেগেছে!
loading...
বরাবরের মতই সুন্দর
loading...