ব্যঞ্জনা দিতে এসে ছিলে
দিয়েছ,
তারপর চলে গেলে।
তিন কূলে কেউই রইলনা আর
লাঞ্ছিত হাতে আঁকড়ে রলাম নীলবিষ আর
নির্বাণ অঙ্গার।
এখন তুমি ভালো আছো আগের চেয়ে বেশ;
মধ্যখানে
আমার সাথে খেলে গেলে খামখেয়ালির লেশ!
আধুলির দামে কিনতে পাওয়া জুয়ার ঘরের দাস
এর বেশী আমায় ভবতে পারো নি!
কথিত সুশীল সমাজ
আর লালিত কুকুরের গলা বাজি
ঘিরে থাকা আহ্লাদ;
আমাকে হাতে কলমে দেখিয়ে দিলো-
প্রেম বলে কিছুই নেই!….
আছে কেবল ভোগ বিলাস।
বলতে পারো?
কতটা খামখেয়ালী মনে জাগলে
হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় অভিমান। ভাল ফুটেছে কবি দা।
loading...
"বলতে পারো?
কতটা খামখেয়ালী মনে জাগলে
হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!"
স্যার এইটাতো কঠিন একখান্ প্রশ্ন। আজও যার উত্তর পাই নাই। সালাম এবং শ্রদ্ধা।
loading...
আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম, কবি। শুভকামনা থাকলো।
loading...