ড. মাহফুজুর রহমানের অন্তস্থ শিল্প কে আমার স্যালুট... ফেসবুক ক...

ড. মাহফুজুর রহমানের অন্তস্থ শিল্প কে আমার স্যালুট..
—- ———– —- ——-
আমি জাস্ট বুঝতে পারিনা
ড. মাহফুজ কে নিয়ে মানুষের এত এলার্জি কেন?
তিনি ইউনিক
তিনি তার মতোই;
আমাদের দেশের বর্তমান সময়কার কাউয়া মার্কা শিল্পিদের মত ভিনদেশি ময়নাদের অনুসরণ করেন না।
নিজের যা তাই তার জন্য অমৃত,
আর তিনি তা প্রকাশে কোন প্রকার সংকোচ বোধ করেন না।
আমি উনাকে স্যালুট জানাই।
আমি মানছি তার কন্ঠে সুর নাই
কথায় তাল নাই
সংগীত এর কোন গুণ, জ্ঞান নাই। কিন্তু মন তো আছে? আছে মনের ভাব, আবেগ…
এবং তার সাধ ও সাধ্য দুটোই আছে।
একজন মানুষ তার নিজ প্রতিভাকে নিজে সম্মান করেন, এটাই সবচেয়ে বেশী জরুরী
যিনি নিজেকে ভালবাসেন
তিনিই অন্যকেও ভালবাসতে পারেন,
যিনি নিজের মূল্যায়ন নিজে করেন না তিনি
অন্যের মূল্যায়ন করতেও অক্ষম!
আজকাল ফেসবুকের কল্যাণে অনেকেই থোড়া বহুত কাব্য চর্চা, সাহিত্য চর্চা করেন। অনেকেই নিজের নামের আগে ” কবি” লিখেন।
আমি এসব কিছুকে ইতিবাচক মনে করি,
কারণ অন্তুরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।
আরেকটি কথা
ড. মাহফুজের গান যে শুনতেই হবে এমন কি কোন বাধ্যবাধকতা আছে?
রিমোট তো হাতেই থাকে, চ্যানেল পাল্টান…
তবুও প্লিজ..
অন্যের সমালোচনা না করে নিজের কাজে মনযোগী হোন, নইলে কাল কেউ আপনাকে নিয়েও হাসি তামাশা করবে।।

Haque সহমত
Like · Reply · 1 · 18 hrs

Daudul Islam
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল

Sitara Arman
Sitara Arman Amar moner kotha bolecho tumi. dhonnobab Daudul Islam.
Ai dhoroner mon manusikota keno manusher bujhina. kono karon charai akjonk opodostho korte aktuo pich pa hoyna. dhikkhar janai jara akjoner shokhk niye thatta tamasha kore taderk.

Daudul Islam
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নাও বন্ধু
শুভেচ্ছা সতত।

Yeasmin
Yeasmin আমি উনাকে স্যালুট জানাই।

আমি মানছি তার কন্ঠে… আমি মানছি তার কন্ঠে
সুর নাই,কথায় তাল নাই,
সংগীত এর কোন গুণ-জ্ঞান নাই। কিন্তু মন তো আছে? আছে মনের ভাব, আবেগ…
এবং তার সাধ ও সাধ্য দুটোই আছে।

একজন মানুষ তার নিজ প্রতিভাকে নিজে সম্মান করেন, এটাই সবচেয়ে বেশী জরুরী |

যিনি নিজেকে ভালবাসেন
তিনিই অন্যকেও ভালবাসতে পারেন|

যিনি নিজের মূল্যায়ন নিজে করেন না তিনি অন্যের মূল্যায়ন করতেও অক্ষম!

***আরেকটি কথা
ড. মাহফুজের গান যে শুনতেই হবে এমন কি কোন বাধ্যবাধকতা আছে?
রিমোট তো হাতেই থাকে, চ্যানেল পাল্টান…
তবুও প্লিজ..
অন্যের সমালোচনা না করে নিজের কাজে মনযোগী হোন, নইলে কাল কেউ আপনাকে নিয়েও হাসি তামাশা
করবে |
/
____ঠিক লিখেছ,আমি তোমার সাথে সম্পুর্ন্ন একমত |

Like · Reply ·
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল

Aziz
– akdom sotti kotha …jotharthoi bolechen

Reply ·
Daudul Islam
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Moushumy Alam
খুব সুন্দর বলেছেন । আমি আপনার সাথে একমত ।
Reply ·
Daudul Islam
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Moushumy Alam
স্বাগতম এবং শুভকামনা ।
আপনিও ভালো থাকুন ।

Jamshed Alam
আপনার সাথে সহমত প্রকাশ করছি
· Reply
Daudul Islam
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Bristy
লেখাটা কিন্তু বেশ ভালো হয়েছে।

Daudul Islam
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Ansari Neher Sabju Rini
এই বিষয়ে আপনার পাশে থাকতে না পারার জন্য দুঃখিত কবি।
Like · Reply
Daudul Islam প্রথম কথা হচ্ছে আমি এখানে ড .মাহফুহের গুন গান গাইছি না
কিংবা নিজেকে উনার ভক্ত হিসেবে দাবীও করছি না, আমি কখনোই টিভি সেটে বসে তার গান শুনি নি, কিন্তু স্যোশাল মিডিয়ায় ওনাকে নিয়ে নানান ভিডিও, ব্যঙ্গাত্মক পোষ্ট ইত্যাদি দেখে ওনার দু একটা গান শুনেছি-
গাইতে হলে যা দকরার তা হচ্ছে সুন্দর একি গানের গলা, যার তার নাই
এছাড়াও ওনার স্টাইল ও নানান আনুষাঙ্গিকতা কে পছন্দ করার কোন কারণ নাই।
কিন্তু তাই বলে কাউকে নিয়ে এতো বাড়াবাড়ি?
এতো ব্যঙ্গ বিদ্রুপ
এর তাচ্ছিল্ল্য
কেন?
আমরা অনেকেই তো অনেক কিছু করি যা আমাদের করার যৌগ্যতা নাই
করতে করতে অনেকেই যোগ্য হয়ে উঠে ঠিকই,
মাহফুজ সাহেবের জায়গায় অন্য যে কোন শিল্পি কে নিয়ে এমন টি হলে আমি আমার আজকের অবস্থানেই থাকতাম
প্রতিবাদ করতাম
অন্তত সমর্থন করতাম না।

আমার মতের সাথে যে কেউই দ্বিমত পোষণ করতে পারে
আমি তাকে স্যালুট জানাই
কারণ- মতামত প্রকাশ করা যার যার পছন্দের উপর নির্ভর করে।
কিন্তু সমালচনা বা ব্যঙ্গ বিদ্রুপ করার অধিকার কারো নাই।
এই যে আমাদের- অন্যকে নিয়ে সমালচনা বা ব্যঙ্গ বিদ্রুপ করার অধিকার নাই- কিন্তু আমরা করছি-
এতে কি আমাদের ব্যাক্তিত্ব উজ্জ্বল হচ্ছে?
Like · Reply · 1 · 8 hrs

Sultana
এসব কারনেই বাঙ্গালীদের মানসিক উন্নতি হয় না। আমি আপনার সাথে একমত।

Najmun
সহমত

Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Suzana
Ureka Shaheed Suzana Ur Absolutely right friend. .

Reply
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।

Mukta
Excellent post
Reply

r Mita কথা গুলো ভাল লাগলো..

Sabrina ভাল লাগলো !

Rumi আমি যে জিনিসটা পারি না সেটা নিয়ে এত বাড়াবাড়ি ভালো না।

Daudul Islam
ভাইজান, মানুষ যা পারে তা নিয়ে তার কোন চেষ্টা থাকেনা
যা পারেনা তা নিয়েই সব চেষ্টা…
তাছাড়া কে বলছেন উনি পারেন না? আমার আপনার মত দর্শক স্রোতারাই তো?
আজ অবধী কোন সঙ্গীতজ্ঞ কি বলেছেন যে তিনি গাইতে পারেন না?
আমরা কেউই তো ফটোগ্রাফার নই কিন্তু সবাই যে যার মত ফটো তুলছি, কারো হচ্ছে কারো হচ্ছেন;তাই বলে কি আমরা ছবি তোলা বন্ধ করে দিচ্ছি?
আমরা অনেকে সুন্দর করে কথা বলতেও পারি না,
তাই বলে কি কথা বলা বন্ধ করে দিচ্ছি?
অনেক আছেন যাদের খাবার ভঙ্গি দেখতে বিশ্রি লাগে তাই বলে কি তাকে খেতে নিষেধ করা যাবে?
আরে ভাই এটাই তার স্টাইল, তার স্বভাব
যা তাকে তার স্থানে পৌছে দিয়েছে-
বাংলাদেশের বেসরকারী টেলেভিশন জগতে ড> মাহফুজ প্রথম সারির সফল মানুষ!

আসল কথা হচ্ছে আমরা হীন্ন্যমনতায় ভুগি
যে-
তার বেসুরো গলা
অন্য রকম চেহারা
স্টাইল ( যা অন্য সঙ্গীত শিল্পির সাথে যায়না বা তাদের মত না)
সে রকম মানুষ নিজ টেলিভিশন থাকায় যেমন খুশি গান গাইয়ে প্রচার করছে… লাখ লাখ মানুষ দেখছে —
এসব আমরা বেকারেরা নিতে পারিনা
কারন আমরা ব্যার্থ
কর্মহীন, অন্যের সমালোচনায় মশগুল।

Begum
Begum সবার শ্রমের মূল্য দেয়া উচিত মনে করি ৷
Daudul Islam
Daudul Islam আপু এই লোক টা আমাদের মত না
তিনি তার কাজ করেই সন্তুষ্ট, কে কি বল্লো তাতে তার মাথা ব্যাথা নাই।.

Tuhin Afroz Lucky সহমত

Runa
Well said

নূর এক মত হতে পারলাম না,

Manage
Daudul Islamধন্যবাদ বন্ধু মিতা
আমার মতের সাথে যে কেউই দ্বিমত পোষণ করতে পারে
আমি তাকে স্যালুট জানাই
কারণ- মতামত প্রকাশ করা যার যার পছন্দের উপর নির্ভর করে।
কিন্তু সমালচনা বা ব্যঙ্গ বিদ্রুপ করার অধিকার কারো নাই।
এই যে আমাদের- অন্যকে নিয়ে সমালচনা বা ব্যঙ্গ বিদ্রুপ করার অধিকার নাই- কিন্তু আমরা করছি-
এতে কি আমাদের ব্যাক্তিত্ব উজ্জ্বল হচ্ছে?

তাছাড়া আমি এখানে ড .মাহফুহের গুন গান গাইছি না
কিংবা নিজেকে উনার ভক্ত হিসেবে দাবীও করছি না, আমি কখনোই টিভি সেটে বসে তার গান শুনি নি, কিন্তু স্যোশাল মিডিয়ায় ওনাকে নিয়ে নানান ভিডিও, ব্যঙ্গাত্মক পোষ্ট ইত্যাদি দেখে ওনার দু একটা গান শুনেছি-
গাইতে হলে যা দকরার তা হচ্ছে সুন্দর একি গানের গলা, যার তার নাই
এছাড়াও ওনার স্টাইল ও নানান আনুষাঙ্গিকতা কে পছন্দ করার কোন কারণ নাই।
কিন্তু তাই বলে কাউকে নিয়ে এতো বাড়াবাড়ি?
এতো ব্যঙ্গ বিদ্রুপ
এর তাচ্ছিল্ল্য
কেন?
আমরা অনেকেই তো অনেক কিছু করি যা আমাদের করার যৌগ্যতা নাই
করতে করতে অনেকেই যোগ্য হয়ে উঠে ঠিকই,
মাহফুজ সাহেবের জায়গায় অন্য যে কোন শিল্পি কে নিয়ে এমন টি হলে আমি আমার আজকের অবস্থানেই থাকতাম
প্রতিবাদ করতাম
অন্তত সমর্থন করতাম না।

নূর-
তুমি যদি টিভিব সামনে আসতে তবে মানাত সব দিক থেকেই।
কিন্তু মাহফুজ প্রেমে জনগন কখনো পড়বেনা,বন্ধু।

Daudul Islam সে না হয় না পড়লো ।তাতে কি কিছু থেমে থাকবে?
নূর
মিতা নূর থেমে যাবে আলবত।

Daudul Islam তাতো থামতেই হবে একদিন… আমাদের তো আদৌ চলাই শুরু হলোনা বন্ধু Frown

Badal Mehedi সঠিক।

Rahman
Rahman খুব সুন্দর বলেছেন । আমি আপনার সাথে একমত ।

Ahamed ঠিক বলেছেন

ডিয়ার এখানে আমার একটা কথা আছে … নিজের সম্পর্কে নিজের যদি ধারণা না থাকে তাহলে তার মতো মূর্খ কেউ না … তোমার টাকা আর সমর্থ আছে বলেই তুমি যা খুশি তা করতে পার না … ডঃ মাহফুজকে কি আমরা চিনতাম না ? উনার এভাবে সবাইকে চিনানোর দরকার ছিলো কি? ( উনাকে নিয়ে কিন্তু আমার কোনো পোস্ট নাই অন্যের সমালোচনা করা ও আমার অভ্যাস নয়) তোমার পোস্ট বলেই মনের ভাব টা প্রকাশ করলাম । সম্মানী লোকদের সম্মান হাস্যকর কিছু করে নষ্ট না করাই ভালো
Like · Reply · 4 · 8 hrs
Manage
Hide 11 Replies
Daudul Islam
Daudul Islam কে বলল যে ড. মাহফুজ তার নিজে৪র সম্পর্কে ধারণা রাখেন না?
বাংলাদেশের বেসরকারী টেলেভিশন জগতে ড> মাহফুজ প্রথম সারির সফল মানুষ!
আসল কথা হচ্ছে আমরা হীন্ন্যমনতায় ভুগি
যে-
তার বেসুরো গলা
অন্য রকম চেহারা
স্টাইল ( যা অন্য সঙ্গীত শিল্পির সাথে যায়না বা তাদের মত না)
সে রকম মানুষ নিজ টেলিভিশন থাকায় যেমন খুশি গান গাইয়ে প্রচার করছে… লাখ লাখ মানুষ দেখছে —
এসব আমরা বেকারেরা নিতে পারিনা
কারন আমরা ব্যার্থ
কর্মহীন, অন্যের সমালোচনায় মশগুল।

আপু, মানুষ যা পারে তা নিয়ে তার কোন চেষ্টা থাকেনা
যা পারেনা তা নিয়েই সব চেষ্টা…
তাছাড়া কে বলছেন উনি পারেন না? আমার আপনার মত দর্শক স্রোতারাই তো?
আজ অবধী কোন সঙ্গীতজ্ঞ কি বলেছেন যে তিনি গাইতে পারেন না?
আমরা কেউই তো ফটোগ্রাফার নই কিন্তু সবাই যে যার মত ফটো তুলছি, কারো হচ্ছে কারো হচ্ছেন;তাই বলে কি আমরা ছবি তোলা বন্ধ করে দিচ্ছি?
আমরা অনেকে সুন্দর করে কথা বলতেও পারি না,
তাই বলে কি কথা বলা বন্ধ করে দিচ্ছি?
অনেক আছেন যাদের খাবার ভঙ্গি দেখতে বিশ্রি লাগে তাই বলে কি তাকে খেতে নিষেধ করা যাবে?
আরে ভাই এটাই তার স্টাইল, তার স্বভাব
এই লোক টা আমাদের মত না
তিনি তার কাজ করেই সন্তুষ্ট, কে কি বল্লো তাতে তার মাথা ব্যাথা নাই।

আর সফল ব্যাক্তিত্বরা এই নীতিই ফলো করে-
যা তাকে তার স্থানে পৌছে দিয়েছে-।
Like · Reply · 8 hrs
Manage
Nipa Nijhum
Nipa Nijhum Daud tmi ja upoma diyeco egulir konotai uner gaaner sathe manansoi na…manus khay bacher jonno seter vongi valo ki mondo seta bicharjoggo noy…onekei onek kichu kore but seta kao dekhe na…karon tara namkora bektitto noy…bad dao tmi tmr jukti niye thako …ami amr
Like · Reply · 1 · 6 hrs
Manage
Nipa Nijhum
Nipa Nijhum Uni sofol bekti hoyecen taka diye. ..taka na thakle uni channel dite parten na amra o chintam na….r uner nijer sompork dharona thakle uni gaan gaiten na…uner sofolota gaan diye bicharjoggo noy
Like · Reply · 2 · 6 hrs
Manage
Daudul Islam
Daudul Islam Nipa Nijhum আপা, আমি আপনার সাথে ১০০% একমত।
কারণ আমি উনার গানের প্রশংসা করিনি, উনার স্টাইলের প্রশংসা করিনি
আমি শুধু সমর্থন করি এক জন মানুষের অন্তরের শিল্প সত্তা কে-
আমরা সবাই তো গাই
কেউ আড়ালে,কেউ প্রকাশ্যে…
কিন্তু সবাই তো আর শিল্পি নয়,
আসলে এখানে যদিও প্রশঙ্গটা মাহফুজ সাহেবের, কিন্তু আমি কথা গুলো বলেছি সকল শিল্প ভাবনার মানুষকে নিয়ে,
টাকা দিয়ে তো অনেক কিছুই হয়- বরং বলা যায় টাকা ছাড়া আজকাল কোন কিছুউ হয় না। আমাদের দেশে টাকা ওয়ালা মানুষের অভাব নাই
ধনকুবের শমসের বিন এর কথাই ধরুন- কি বিলাশ বহুল জীবন ।
কিন্তু সাধারন মানুষ কে এক কথা ষ্টুপিড বলে গালি দেন,
ওনার কয়েক গজন দেহ রক্ষী যাদের অধিকাংশই মেয়ে, ভাত খাইতে দেন একজন মুখ মোচেদেন একজন,
কই তাকে নিয়ে তো কোন ব্যঙ্গ বিদ্রুপ নাই।

আমি বলতে চেয়েছি- আমরা যারা রুচিশীলতার দাবী করি
কেন আমরা অন্যের কাজ নিয়ে কুরুচি পূর্ন ব্যঙ্গ বিদ্রুপ করবো?
যেখানে সে অন্যের কোন ক্ষতির নয়
সেখানে তার এতো সমালোচনা করে কেন সময় নষ্ট করছি?
Like · Reply · 46 mins
Manage

Nipa Nijhum
Nipa Nijhum Karon se jonosommukkhe emon kichu kore ni…bolte paro ter jibon somporke kao jane na…Mahfujur Rahman somporke oneke jantona…ekhon jenece

Daudul Islam
Daudul Islam Nipa Nijhum আপনি এখনো আমার টপিক টা ধরতে পারেন নি
ঘুরেফিরে মাহফুজেই আছেন।
আমি ব্যাক্তি মাহফুজ কে নিয়ে বলছি না,
আমি বলছি মানুষের অন্তরতম শিল্প সত্তা কে নিয়ে।
Like · Reply · 31 mins

Manage
Daudul Islam
Daudul Islam অন্তরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।
Like · Reply · 28 mins

Manage
Nipa Nijhum
Nipa Nijhum Manuser ontorotom silposotta niye jodi bolte chao …uner cheye onek manus ache sujog pacche na…r valo gaan jara gay tader niye o onek somoy somalochona hoy. ..r uni ki geyecen seta sune thakle tmr oviruchi amr kichu boler nai…valo ei topick bad dao
Like · Reply · 26 mins
Manage
Daudul Islam
Daudul Islam আমি কখনোই শুনি নি
আর শুনার ইচ্ছেও নাই।
Like · Reply · 23 mins

Manage
Daudul Islam
Daudul Islam Nipa Nijhum গান নিয়ে পোষ্ট দিইনি তো
আপনি আমার মূল পোষ্ট টা ভাল ভাবে পড়ুন দেখুন আমি কি বলেছি
M S Uddin Hero
M S Uddin Hero সুন্দর কথা।
সাধুবাদ আপনাকে।
Like · Reply · 1 · 8 hrs
Manage

Daudul Islam
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।
Like · Reply · 1 · 7 hrs
Manage
M S Uddin Hero
M S Uddin Hero
Like · Reply · 1 · 7 hrs
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
Samia Naz
Samia Naz
Like · Reply · 1 · 8 hrs
Manage
Daudul Islam
Daudul Islam আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়….. শুভেচ্ছা সতত।
Like · Reply · 7 hrs
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
Sarwar Chowdhury
Sarwar Chowdhury ঠিক বলেছেন।
Like · Reply · 1 · 6 hrs
Manage
Daudul Islam
Daudul Islam অন্তরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।

আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..
Like · Reply · 1 · 12 mins
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
Shahanaz Begum
Shahanaz Begum সহমত। খুব ভালো লিখেছো। অন্যকে যে সম্মান করতে পারে না সে নিজেও সম্মান পায় না। তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
Like · Reply · 1 · 6 hrs
Manage
Daudul Islam
Daudul Islam ধন্যবাদ প্রিয়
অন্তরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।

সতত শুভেচ্ছা রইল
Like · Reply · 10 mins
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
Subarna Yeasmin
Subarna Yeasmin উনার গানগুলো বার বার শুনেও মন ভরে না… অারো শুনতে ইচ্ছে হয়
মানুষ কেন যে সমালোচনা করে…!!
একমাত্র তুমি তাঁর দুঃখটা বুঝলে ভাইয়া Grin
Like · Reply · 1 · 6 hrs · Edited
Manage
Daudul Islam
Daudul Islam ধন্যবাদ প্রিয়
অন্তরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।

সতত শুভেচ্ছা রইল
Like · Reply · 9 mins
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
MD Enamul Karim
MD Enamul Karim atn মালিক মাহফুজকে ধন্যবাদ যে তিনি চ্যানেলে গান গেয়েছেন
Like · Reply · 1 · 2 hrs
Manage
Daudul Islam
Daudul Islam অন্তরের লালিত শিল্প সত্তাকে প্রকাশের মাধ্যমে মানুষ সুন্দর হয়ে উঠে..
আর শুধুমাত্র – সুন্দর হয়ে উঠা মানুষের কাছেই পৃথিবী নিরাপদ।

আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..
Like · Reply · 10 mins
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
MD Enamul Karim
MD Enamul Karim আমি গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছি যদিও আমার বয়স সাড়ে তিন যুগ
Like · Reply · 2 · 2 hrs
Manage
Daudul Islam
Daudul Islam সাড়ে তিন যুগ তেমন কিছুইনা
পৃথিবীর অনেক সফল প্রতিভা রয়েছে যারা তাদের প্রতিভার প্রকাশ করেছেন শেষ জীবনে।
শুভ কামনা রইলো Smile
Like · Reply · 25 mins
Manage
Daudul Islam

Write a reply…

Choose File
Farida Yeasmin Jessi
Farida Yeasmin Jessi কথাটা আমি লিখতে চেয়েছিলাম ভাই, আপনি লিখলেন। ভাল লিখেছেন। একজন শিল্প প্রেমিক মানুষ যদি তার মত চলতে চায়। অনের কেনো মাথা ব্যাথা। উনি সত্যিই কনফিডেন্ট উনি কি করছেন সেটা নিয়া। পাছে লোকে কি বলছেন সেটা নিয়ে বসে থাকলে আমরা কেউই সামনে জেতে পারবো না। আপনি চালিয়ে জান সার, আপনি কি গাইছেন সেটা বিশয় নয়, আপনি সমাজকে দেখিয়ে দিচ্ছেন ইচ্ছে থাকলে উপায় হয়। যখন কিছু লোক গোপনে অনেক কিছু করছে তখন আপনি প্রকাশ্যে শিল্প চর্চায় ব্যাস্ত। সাবাস ছার!
Like · Reply · 1 · 2 hrs
Manage
Sultana Haider
Sultana Haider নীপা নিঝুম, আপনাকে অনেক ধন)বাদ।
Like · Reply · 1 · 47 mins
Manage
Daudul Islam
Daudul Islam আপনাকেও আন্তরিক ধন্যবাদ Smile
Like · Reply · 27 mins

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-১০-২০১৭ | ২১:৪৩ |


    স্যার। আমি কিন্তু জনাব ড. মাহফুজুর রহমানের প্রতিভার একান্ত ভক্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...