জানি আমার জন্য উঠবেনা কোন ক্রন্দন রোল

জানি আমার জন্য উঠবেনা কোন ক্রন্দন রোল
শোকের মাতাম,কিংবা কোন নাগরিক শোক সভা
জানি তুমিও রবে নীরব, যদিও অতলান্তে বইবে ভয়ানক থাবা;
মনে পড়বে প্রথম বসন্তের জোছনা রাত, হাওয়ায় উড়া চুল
মনে পড়বে জীবনের রন্ধ্রে রন্ধ্রে এঁকে যাওয়া আমার চিত্রলেখা।
জানি তুমি পেতে চাইবে নিবিড় আলিঙ্গন, বুকের ঘ্রাণ
কিন্তু বিমূঢ় চোখ খুঁজে পাবেনা সেই চির চেনা মুখ
খুঁজে পাবেনা আমার সেই অধীর অপেক্ষা ক্লান্ত উত্তেজনা!
একটি মাছরাঙা নীল ঠোঁটে তুলে নেবে সজল মৎস্য
পলক ফেলার আগেই চুকে যাবে দীর্ঘ প্রেম, কবিতার উৎস!
কোথাও কোন ভ্রুক্ষেপ নেই, ক্লেদ মাখা মুখাবয়ব নেই
বীভৎস মেঠো পথ ধরে কেবল এগিয়ে যাওয়া সরীসৃপ;
কেবল বিদঘুটে কিছু স্মৃতি-
আমি জানি আমার জন্য নতুন করে জাগবেনা
কিন্নরকন্ঠী কোন নদীর কান্না, কিংবা কোন শালিক
পথ হারিয়ে ছুটবেনা দিকভ্রান্ত উদ্বাস্তুর মত
শিশুর নরম থুতনিতে জমবেনা ধুলো মলিন আস্তর
কেউ বুঝতেই পারবেনা-
জন্মভুক এক কবি শব্দের প্রেমে ডুবতে ডুবতে
ভুলে গেছে ভেসে উঠার কথা!
বিশ্বাস করো, আমি তোমায় দেয়া কথা রাখতে
মধ্য রাতে ছেড়ে ছিলাম তুমুল মাদকতা পূর্ণ শয্যা!
শুধু তোমার অঞ্জলি পেতে
নিজেকে বিশুদ্ধ করেছিলাম নির্বাণ দহনের সাথে।
বিশ্বাস করো, আমি ভোগ-ভ্রান্ত নপুংসক হতে চাইনি
চেয়েছিলাম কেবল তোমার আমি হতে…।

দা উ দু ল ই স লা ম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. খেয়ালী মন : ০৪-০৯-২০১৭ | ১৭:০৩ |

    অনেক সুন্দর লেখা
    শুভকামনা থাকলো।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৪-০৯-২০১৭ | ১৯:১২ |

    অসম্ভব সুন্দর একটি প্রচ্ছদের সাথে প্রাণবন্ত একটি লিখা উপহার।
    অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন স্যার। সালাম সহ শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...