অন্তিম সায়াহ্নে

প্রতিটি সায়াহ্ন তীব্র ভয়ঙ্কর রূপ ধারণ করে
সন্ধ্যার পাঁজরে ক্ষিপ্র ঝড়- ঘূর্ণি হুংকার…
হতাশাচ্ছন্ন জীবন অলীক স্বপ্ন মুড়ে দাঁড়িয়ে থাকে
এক একটি মুহূর্তের জন্য- অন্তরে বাল্মীকি স্বর
চোখের গহ্বরে তীর্থের নেশা- তৃষ্ণার্তের আঁচড়
ক্রুরে ক্রুরে খায় দুর্দম বিবমিষায়!

জ্বলে জ্বলে গলে গ্লানি- ননীর মত
অন্তর্যামীতে সৃষ্ট ক্ষত- বাড়ছে অবিরত
ক্লেদাক্ত চিত্ত; বুক প্রেতে আছি-
গলিত লাভা স্রোতে… প্রেতে আছি
নিন্দুকের ভুখা ঠোঁট খাচ্ছে ক্রুরে ক্রুরে
কাঠ ঠোকরার মত নিরন্তর ঠোকরে!
প্রতিটি রাত পতিত হচ্ছে জীবন- কুস্তীর কৌশলে
নগ্ন নখরে আঁচড়ে ক্ষত- অতর্কিত আক্রমণ!
যে টুকু ব্যথা প্রকাশিত- তা’রো বেশী লণ্ডভণ্ড নিভৃত তাণ্ডবে
অকুস্থল ঘিরে আছে প্রিয়জন, সন্তান সন্ততি অশ্রু সিক্ত পল্লবে…

অসহায় নয়ন
অসংখ্য স্মৃতি- আনন্দ দৃশ্য- কষ্ট ক্রান্তি
রক্তের টানে রক্তের বাঁধনগন, স্বজন, প্রিয়জন- অশ্রুমতি
যাদের প্রতি রয়ে গেছে অনিঃশেষ দায়; অব্যক্ত মমতা
তাদের জন্য কিছুই রেখে যাচ্ছিনে- স্রেফ দু চরণ কবিতা!

দা উ দু ল ই স লা ম
২২/৭/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৭-২০১৭ | ১৯:১৬ |

    আপনার শত ব্যস্ততায়ও আপনার লিখা আমাদের মাঝে পাই
    এটাও কম সৌভাগ্যের নয় স্যার। বিনম্র সালাম। লিখা সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. প্রবাল মালো : ২৪-০৭-২০১৭ | ১৩:২৪ |

    চমৎকার কাব্য গাঁথুনি। শুভেচ্ছা, কবি!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...