শুভ জন্মদিন প্রিয় “মুরুব্বী”
আলো জ্বালাতে সবাই পারে
ইলেক্ট্রিক বোর্ডের নির্দিষ্ট সুইচ অন করে দিলেই আলো জ্বলে উঠলো
কিংবা দিয়াশলাই মেরে বাতি জ্বালানো-
কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছেন যারা আলো জ্বালানোর ব্যবস্থা করতে পারে,
তারা জানে আলো জ্বলানোর নেপথ্যের কাজ গুলো,
জানে এবং নিপুন হাতে সেই কাজ গুলো করে দেয় বলেই আমরা সহজে সুইচ টিপে আলো জালাতে সক্ষম হই।
আর আপনি হচ্ছেন আলোকরনের সেই নেপথ্যের মানুষ।
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী
আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা…… যুগ যুগ বেঁচে থাকুন আশার বাতি ঘরে…
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অশেষ অশেষ কৃতজ্ঞতা স্যার। বিনম্র সালাম অন্তে …
ভেবেছিলাম কাছের মানুষ গুলোও দিন দিন যেমন অচেনা হয়ে উঠছিলো তাতে করে ব্লগীয় সময়টাও ঠিক তেমনি করেই পার হবে। হতে দেননি। প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও বারবার ঘর থেকে বাইরে বেরুতে গিয়েও থেমে গেছি। ফিরে এসেছি পর্দার কাছাকাছি।
যে অভিধায় অভিষিক্ত করেছেন … তার যোগ্য আমি সঠিক কিনা মনে সন্দেহ থাকলেও … আপনাদের সবাইকে নিয়ে আমি যে অপূর্ণ কেউ নই; এই বিশ্বাস আজ এলো।
loading...
আপনার আশংকা অবান্তর নয় স্যার।
যা কিছু যেভাবে চেয়েছি সব কিছু সে ভাবে পারছি কই?
যা কিছু হয়ে উঠে তা কেবল একাত্মতা থেকে
বাকী বাস্তবতা আসলেই অনেক অচেনা;
তবু আঁতুড় ঘরের মত টানে আপনার মত “বাতিঘর “
loading...
আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাতিঘর স্যার।
loading...
“তারা জানে আলো জ্বালানোর নেপথ্যের কাজ গুলো…”
শুভ জন্মদিন শ্রদ্ধেয় মুরুব্বী স্যার,
শুভ হোক আপনার প্রতিটি প্রহর।
loading...