ভালোবাসা একটা ধর্ম

youtu.be/oNVKJ4WiR6U

ভালোবাসা একটা ধর্ম
এক জন বিশ্বাসী মানুষের আচার আচরণ
আর এক জন অবিশ্বাসীর আচার আচরণে পার্থক্য থাকবে, থাকে।
আচার আচরণে সুশীলতা
কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তুষের আগুনের মত শক্তি শালী; আপনি যতোই ধামাচাপা দিতে চাইবেন সে ততোই শক্তি পাবে।
তুষের আগুন যখন মিন মিন করে তখনো প্রজ্বলিত
আর যখন দাউ দাউ করে তখনো প্রজ্বলিত; পার্থক্য হচ্ছে একটা দৃশ্যমান- আরেক টা অদৃশ্য!
যখন কাউকে ঠকাতে যাবেন, বা ঠকাবেন
মনে রাখবেন তাকে ঠকিয়ে আপনি হয়ত একটা কিছু জিতে নিচ্ছেন
কিন্তু যা হারাচ্ছেন তা হচ্ছে আপনার আপন সত্তা;
আর আপন সত্তা যখন হারিয়ে যায় তখন দুনিয়ার কিছুই আপন থাকে না।
পক্ষান্তরে যিনি ঠকছেন
তিনি হয়তো বিশেষ বিজয় বা বিশেষ অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন, তাতেও তিনি সন্তুষ্ট!
কারণ তিনি আপনাকে বিশ্বাস করেছিল
আপনার উপর আস্থা ও ভালোবাসায় নিজেকে লীন করেছেন।
ভালোবাসা একটা ধর্ম!
পরম ধর্ম!
এই ধর্মের একটা আদর্শ হচ্ছে দুনিয়ার সবার কাছে সে সুপ্ত, অথবা গুপ্ত থাকলেও
যেই মানুষের ভালোবাসা সে লালন করে তার কাছে সে স্বচ্ছ, পরিষ্কার!
দু’জনের দু’টি মন এক-বৃন্তে লীন না হলে কখনো ভালোবাসা তার স্বরূপ মর্যাদা লাভ করে না।
অন্য সবার কাছে আপনি যা-ই হওন
এক জনের কাছে আপনি চির উন্নত মম শির এর মত
যদি আপনি তাঁকে পায়ের ধুলো ভাবেন, কিংবা আর সবার মত একি দৃষ্টিভঙ্গি তে দেখেন-
তাতে তার কিছু করার নাই
কিন্তু আপনাকে সে যেই স্থানে অধিষ্ঠিত করেছেন, আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গির কারণে আপনি তার দেয়া সেই মর্যাদা ,
সেই স্থানের অবমাননা করলেন।
এই যে বিশ্বাস
এই যে ভালোবাসা
মর্যাদা
সম্মান
এই সব ঘিরে গড়ে উঠা যেই স্বপ্নের স্থাপত্য
ধীরে ধীরে এই স্থাপত্য নড়বড়ে হয়ে উঠে! ভঙ্গুর হয়ে উঠে!
যার ফলে একটি প্রলয় একটি দুর্যোগের জন্ম নেয় যার প্রভাব শুধু আপনার একার অথবা সংশ্লিষ্ট সেই মানুষ টার উপর পড়ে না,
বরং এর প্রভাব পড়ে আশা পাশের চারদিকে।
একটা নেতিবাচক অনুরণন এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
মানুষ তখনি সব ভুলে ভুল পথে পা বাড়ায় যখন সে ঠকতে ঠকতে নিজের উপর আর মায়া থাকে না।
যখন নিজের উপর মায়া থাকে না তখন সে ভুলে যায় তার ব্যক্তিত্ব, তার স্ট্যাটাস …… আনুষঙ্গিক সব।
সুতরাং নিজেদের মধ্যে যতটুকু সম্ভব স্বচ্ছতা রাখুন।
কারণ ভুলে যাবেন না
আপনি একা নয়।

দা উ দু ল ই স লা ম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. খেয়ালী মন : ১২-০৪-২০১৭ | ২০:৩৪ |

    দু’জনের দু’টি মন এক-বৃন্তে লীন না হলে কখনো ভালোবাসা তার স্বরূপ মর্যাদা লাভ করে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    অসাধারন লেখা
    শুভকামান থাকলো।

    GD Star Rating
    loading...
  2. দীলখুশ মিঞা : ১২-০৪-২০১৭ | ২০:৪২ |

    দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    কি তাজ্জব কথা! ভালোবাসা একটি ধর্ম।

    এই যে বিশ্বাস
    এই যে ভালোবাসা
    মর্যাদা
    সম্মান
    এই সব ঘিরে গড়ে উঠা যেই স্বপ্নের স্থাপত্য
    ধীরে ধীরে এই স্থাপত্য নড়বড়ে হয়ে উঠে! ভঙ্গুর হয়ে উঠে!
    যার ফলে একটি প্রলয় একটি দুর্যোগের জন্ম নেয় যার প্রভাব শুধু আপনার একার অথবা সংশ্লিষ্ট সেই মানুষ টার উপর পড়ে না,
    বরং এর প্রভাব পড়ে আশা পাশের চারদিকে।
    একটা নেতিবাচক অনুরণন এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
    মানুষ তখনি সব ভুলে ভুল পথে পা বাড়ায় যখন সে ঠকতে ঠকতে নিজের উপর আর মায়া থাকে না।
    যখন নিজের উপর মায়া থাকে না তখন সে ভুলে যায় তার ব্যক্তিত্ব, তার স্ট্যাটাস …… আনুষঙ্গিক সব।
    সুতরাং নিজেদের মধ্যে যতটুকু সম্ভব স্বচ্ছতা রাখুন।

    অবাক বিস্ময়ে পড়লাম কয়েকবার।

    আপনার কল্যাণ হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১২-০৪-২০১৭ | ২১:৩৮ |

    মানুষ তখনি সব ভুলে ভুল পথে পা বাড়ায় যখন সে ঠকতে ঠকতে নিজের উপর আর মায়া থাকে না। যখন নিজের উপর মায়া থাকে না তখন সে ভুলে যায় তার ব্যক্তিত্ব, তার স্ট্যাটাস …… আনুষঙ্গিক সব। ___ আমিও সব সময় মনে রাখি আমরা কেউ একা নই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...