স্বৈরিণী

    আমাকে দেয়া আগুনের তেজ বাড়াতে গিয়ে
    নিজেকে স্বৈরিণী করে- যা’চ্ছে তা করে যাচ্ছো নির্বিচারে,
    আমার ভুবন জুড়ে নিত্য ঝড়, অগ্নিবাণ
    আমি তো পুড়ে পুড়ে বেঁচে উঠি বিশুদ্ধ অঙ্গারে;
    তুমি সেখানে নতুন করে কতটা কাটবে- বিদ্বেষী আঁচড়!
    অথচ আমাকে আঁচড়ের খামচি দিতেই
    উন্মত্ত হচ্ছো পর পুরুষের বুকে, তপ্ত ঠোঁটে খাচ্ছ চুমু!
    ভাবছো, রাগে- ক্ষোভে আমি হবো উদ্যত-বিবাদে
    স্তুতির লোভে অথবা জ্বলে উঠবো অসংযত ক্রোধে;
    একবার ও ভাবলে না আমাকে সংক্রমিত করতে গিয়ে
    নিজেই ডুবেছ সংক্রামক ব্যাধিতে-
    এখন তুমি চাইলেই ফিরতে পারো না
    অন্দরের হেরেম জুড়ে বেগানা পুরুষের অবাধ যাতায়াত!
    বিশ্বাস করো- আমি একটুও বিচলিত নই, যদিও বেশ ঈর্ষান্বিত
    কিন্তু আত্মা আমার নির্লিপ্ত, নির্বাধ আর পরিশ্রান্ত
    আমি তো জানি – আমি তোমার কোথায় আছি
    যতবার তুমি আমার দিকে খামচি তুলে অন্য কাউকে খুলে দাও বাঁধন
    অস্বীকার করতে পারবে? ততবার টনটনে ব্যথায় ফুলে উঠছে জোড়া স্তন
    পাঁজর নিংড়ে উঠেছে ঢেউ; অগ্রাহ্যের চূড়ায় পুড়েছে যৌবন-মন-জীবন!

    আমি যাইনি তোমাকে থামাতে
    কসম করে বলছি-
    তোমার সৌষ্ঠবের বৈতরণী গমনের প্রত্যাশা ছিলোনা আমার,
    কিন্তু সেই আমাকে বিধ্বস্ত করতে বার বার তুমি হয়েছ স্বৈরিণী,
    আজ তিক্ত শ্রুতি তে আমার কান ভারী
    ওদের মুখে তোমার ব্যবচ্ছেদের গল্প, অট্টহাসিতে লুটায় তোমার গুপ্ত ধন
    কে কখন কেমন দেখেছে তোমাকে- কোন চোখে
    কেমন করে ছুঁয়েছে, কেমন ধার- আস্বাদন…
    তুমুল এক হট্টগোলে হৈ হৈ করে উঠে ওরা, আমি শুনি- শুনে থাকি
    আমিতো জানি- কারো ঠোঁটে চুমু খাওয়ার নাম প্রেম নয়
    প্রেম তো তা-ই , যার নাম শুনে টন টন করে উঠে বুক… বিচলিত হয় মন।

    দা উ দু ল ই স লা ম
    ২০/৩/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৩-২০১৭ | ১৯:৫৫ |

    আগুন ছড়ানো কবিতা এবং প্রচ্ছদ।
    আপনার লিখা পড়লে মনে হয়; স্যারের লিখা পড়ছি। বিনম্র সালাম নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. সাইদুর রহমান : ২০-০৩-২০১৭ | ২০:৪৬ |

    দারুণ।

    GD Star Rating
    loading...
  3. নাজমুন নাহার : ২০-০৩-২০১৭ | ২২:০৮ |

    অনেক ভালো লাগলো কবিতা । লাস্ট লাইনটা বাড়তি মনে হচ্ছে । সেটুকু বাদ দিলে পুরো একটা খোয়াব Smile
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif
    শুভেচ্ছা কবিকে ।

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ২১-০৩-২০১৭ | ৭:৩৭ |

    শুভেচ্ছা কবি।

    GD Star Rating
    loading...