“আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!”
— নজরুল ইসলাম …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাশরীর সুর হয়েছে ক্লান্ত
তবুও থামেনি চলেছে অবিশ্রান্ত!
loading...
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না।
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি।
সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না।।
নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে।
সে যে চুপিসারে আমায় কেন
দেখেও দেখে না।।
loading...
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না।
loading...
অসাধারণ কম্বিনেশন স্যার। ছবি লাজবাব। কথা চিরন্তন ভাস্বর।
loading...
ভাষা নেই ………….
loading...